Darjeeling Bimal Gurung: বহু টানাপোড়েন, এদিক-ওদিক করার পর শেষমেষ বিজেপিকেই সমর্থন দিয়েছেন বিমল গুরুং। কয়েক বছর আগে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলেন। বলেছিলেন বিজেপি প্রতিশ্রুতি রাখেনি, তাই তাদের সঙ্গে আর নয়। কয়েক বছর পর ফের বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন বিমল। প্রশ্ন উঠতে শুরু করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগের বন্যা বইয়ে দিয়েছেন, তাদের একই প্রার্থী বা দল কী এমন বললেন, যে তিনি ফের বিশ্বাস করলেন তাদের। নাকি সবটাই রাজনৈতিক স্টান্ট ছিল। গত কয়েক মাস ধরে তাঁর সঙ্গে কাঁধ মিলিয়ে জল মাপা অন্যান্যরা বিমলের এই পদক্ষেপে ক্ষুব্ধ। কেউ কেউ বিজেপির সঙ্গে অর্থনৈতিক লেনদেনের প্রশ্নও তুলেছেন সংবাদমাধ্যমের সামনে।
তিনি তার তাঁর ১০ বছর আগে যতটা প্রাসঙ্গিক ছিলেন, এখন আর ততটা নন। পাহাড়ে এখন আর শেষ কথা বলেন না তিনি। পাহাড়ে মানুষের হাতে তৈরি হয়েছে অনেক বিকল্প। ক্ষমতাতেও নেই বিমল গুরুং। তাঁকে সরিয়ে পুরসভা থেকে পঞ্চায়েত, বিধানসভা সমস্ত অন্য নতুন গজিয়ে ওঠা দল দখল করে নিয়েছে। তবু তিনি বিমল গুরুং। তাঁর আনুগত্য পেতে মরিয়া ছিল কংগ্রেস-বিজেপি দুই পক্ষই। মাঝে দিল্লি গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে ফেরার পর তাঁর সঙ্গে দেখা করতে ছোটেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী ও সাংসদ রাজু বিস্তা। তারপরই ঘোষণা করেন, তিনি বিজেপিকে এই লোকসভা নির্বাচনে সমর্থন দেবেন।
এরপরই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর ঘনিষ্ঠরা। এক রকম আলোচনা করে পরে বিজেপির সঙ্গে সেটিংয়ের প্রশ্ন তুলছেন তাঁরা। ইতিমধ্যেই বিমলের সঙ্গে যোগাযোগ রেখে চলা দুজন নির্দল থেকে প্রার্থী হচ্ছেন। একজন বিজেপিরই কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এবং অপরজন বিমল ঘনিষ্ঠ বন্দনা রাই। বন্দনা গোর্খাল্যান্ড আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন এবং বিমল গুরুং ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। তিনিও বিমলের বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত মানতে পারেননি।তাই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন। তৃতীয় ফ্রন্ট তৈরি করে একজন প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করেও বিমল শেষ মুহূর্তে রাজু বিস্তাকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ তাঁরা। এই পরিস্থিতিতে প্রচুর গোর্খা ভোট এই দুই নির্দল প্রার্থী কেটে নিলে বিজেপিকে বিপদে ফেলতে পারে বলে বিশ্বাস পাহাড়বাসীর। চাপে পড়ে বিমলের দল গোর্খা জনমুক্তি মোর্চা বিবৃতি দিয়ে জানিয়েছে, তৃতীয় ফ্রন্ট হলে তারা সমর্থন করবে। মোর্চার কেন্দ্রীয় কমিটির মুখপাত্র নমন রাই এ কথা জানিয়েছেন।
এদিকে মোর্চা অর্থাৎ গুরুং, টাকা নিয়ে বিজেপিকে সমর্থনের কথা বলছে বলে অভিযোগ করেন বন্দনা রাই ও অখিল ভারতীয় গোর্খা লিগ নেতা প্রতাপ খাতিও। অভিযোগ অস্বীকার করে মোর্চা নেতা নমন জানিয়েছেন, সেটিং বা আর্থিক লেনদেনের অভিযোগ ঠিক নয়। প্রমাণ ছাড়া এমন অভিযোগ করা ঠিক নয়।