Advertisement

Birbhum Rampurhat Violence Case : রামপুরহাটকাণ্ডে মৃত বেড়ে ৯, হাসপাতালে মৃত্যু নাজিমা বিবির

গত সোমবার বীরভূমের রামপুরহাটে খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাটের বগটুই গ্রাম। একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু হয় ৮ জনের। সেই ঘটনাতেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় নাজিমা বিবিকে। দেহের বেশিরভাগ অংশই পুড়ে যায় তাঁর। সোমবার সেই নাজিমা বিবিরই মৃত্যু হল।

ফাইল ছবিফাইল ছবি
ভাস্কর মুখোপাধ্যায়
  • রামপুরহাট,
  • 28 Mar 2022,
  • अपडेटेड 4:41 PM IST
  • রামপুরহাটকাণ্ডে মৃত্যু বাড়ল
  • মৃত্যু হল নাজিমা বিবির
  • মৃতের সংখ্যা বেড়ে হল ৯

Birbhum Rampurhat Violence Case : রামপুরহাটকাণ্ডে বাড়ল মৃত্যু। এবার মৃত্যু হল হাসপাতালে চিকিৎসাধীন নাজিমা বিবির। সোমবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তাঁর। যার জেরে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯। এর আগে আরও ৮ জনের মৃত্যু হয়েছিল এই ঘটনার। 

গত সোমবার বীরভূমের রামপুরহাটে খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাটের বগটুই গ্রাম। একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু হয় ৮ জনের। সেই ঘটনাতেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় নাজিমা বিবিকে। দেহের বেশিরভাগ অংশই পুড়ে যায় তাঁর। সোমবার সেই নাজিমা বিবিরই মৃত্যু হল। 

বগটুইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী
এদিকে এই ঘটনার পরে বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় যাঁদের বাড়ি ঘর পুড়ে গিয়েছে তাঁদের হাতে ক্ষতিপূরণ তুলে দেন তিনি। একইসঙ্গে সেই পরিবারগুলি থেকে একজন করে চাকরি দেওয়ার ঘোষণাও করা হয়। পরে আহতদের দেখতে হাসপাতালেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার করা হয় তৃণমূল নেতা আনারল হোসেনকে। গোটা ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন

বিধানসভায় হাতাহাতি
অন্যদিকে এদিন, বগটুইকাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি বিধায়করা। আহত হন বেশকয়েকজন বিধায়ক। নাক থেকে রক্ত পড়তে দেখা যায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement