Advertisement

BJP Election Campaign: একুশের মতো ২৬-এর আগেও 'যোগদান মেলা'? বলে দিলেন বিজেপির বড় নেতা

ভোট আসতে এখনও বাকি মাস তিনেক। তার আগেই ভোটের বাদ্যি বাজিয়ে দিল বিজেপি। আজ থেকেই প্রচারে নামছে তারা। ১৩ হাজার শক্তিকেন্দ্রে পথসভা করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ১৫ জানুয়ারির মধ্যে তা সম্পন্ন করা হবে। চলতি মাসে নদিয়ায় জনসভা করতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন bangla.aajtak.in-কে একথা জানান বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিন্হা।

রাহুল সিন্হারাহুল সিন্হা
মধুরিমা দেব
  • কলকাতা,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 1:47 PM IST

ভোট আসতে এখনও বাকি মাস তিনেক। তার আগেই ভোটের বাদ্যি বাজিয়ে দিল বিজেপি। আজ থেকেই প্রচারে নামছে তারা। ১৩ হাজার শক্তিকেন্দ্রে পথসভা করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ১৫ জানুয়ারির মধ্যে তা সম্পন্ন করা হবে। চলতি মাসে নদিয়ায় জনসভা করতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন bangla.aajtak.in-কে একথা জানান বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিন্হা।

এবার বিজেপির নির্বাচনী প্রচারে কী বিশেষত্ব রয়েছে? জবাবে বিজেপি নেতা জানান, 'বাড়ি বাড়ি যাত্রা, পথসভা, মাঝারি ও বড় সভা করে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে পৌঁছব। এছাড়া, বিজেপির কার্যকর্তারা ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর বার্তা মানুষের কাছে পৌঁছে দেবে। আজ থেকে পথসভা শুরু হচ্ছে। প্রত্যেক শক্তিকেন্দ্রে একটি করে সভা হবে। আজ প্রথম দিনেই ১৩০০ পথসভা হবে। মোট ১৩ হাজার শক্তিকেন্দ্রে পথসভা করা হবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তা চলবে।'

এবারে প্রচারে কাদের দেখা যাবে?
বিজেপি নেতা জানান, 'এরপর বিধানসভাভিত্তিক বড় সভা শুরু হবে। বিভিন্ন রাজ্যের নেতামন্ত্রীরা আসবেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী আসবেন। নির্বাচনের দিন ঘোষণার আগে পর্যন্ত বাংলায় সাতটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বাকি সভাগুলি করতে পারেন।'

তিনি আরও জানান, "এবার প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসতে পারেন। বাংলাকে বাঁচাতে এবার গোটা দেশ প্রচারে হাজির হবে। এবার পশ্চিমবঙ্গকে দখল করতে না পারলে, তৃণমূলকে হঠাতে না পারলে বাংলা, বাংলাদেশ হয়ে যাবে।"

চলতি মাসে ২০ ডিসেম্বর নদিয়ার রানাঘাটে প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এখনও তারিখ পাকাপাকি হয়নি বলেই জানিয়েছেন রাহুল সিন্হা। 

কয়েকদিনের মধ্যেই BJP-তে যোগাদান পর্ব শুরু
ভোট আসতে এখনও ঢের দেরি। তবে বিজেপিতে যোগদান পর্ব শুরু হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, "সমস্ত দল থেকে বিজেপিতে আসার জন্য যোগাযোগ করছে। কয়েকদিনের মধ্যেই শুরু হবে যোগদান পর্ব। একদম নীচু স্তর থেকে রাজ্য স্তরে যোগদানের কার্যক্রম আছে।"

Advertisement

আপাতত সংগঠন বাড়ানোর কাজ চলছে। এবার SIR-এ বিজেপির প্রচুর BLO-রা অংশগ্রহণ করেছে বলে জানান রাহুল। তাঁর দাবি, 'আমরা বুথস্তরে সংগঠনকে শক্তিশালী করতে চাই বলে কাজ হচ্ছে।'

গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী, মুকুল রায় সহ একগুচ্ছ তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেন। এবারও এমন কোনও চমক থাকে না এখন তাই দেখার অপেক্ষা।

Read more!
Advertisement
Advertisement