ডকুমেন্টরি ছবি কালীর পোস্টার ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য ঘিরে বিতর্ক অব্যাহত। তৃণমূল মা কালীকে অপমান করেছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। একইসঙ্গে মহুয়া মৈত্রের দ্রুত গ্রেফতারির দাবি তুলে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। India Today Conclave East 2022-এর মঞ্চে উপস্থিত হয়ে ডকুমেন্টরি ছবি কালীর পোস্টার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মহুয়া মৈত্র বলেন, কালীর অনেক রূপ। আমার কাছে মা কালী মাংস ও মদ খাওয়া দেবী। যদিও এই মহুয়ার এই মন্তব্যের সঙ্গে একমত পোষন করেনি তাঁর দল তৃণমূল। এমনকি দলের তরফে মহুয়ার মন্তব্যের নিন্দাও করা হয়েছে।
ইতিমধ্যেই মহুয়া মৈত্রের এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী, কলকাতার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে বলা হয়েছে, 'মহুয়া মৈত্র ইচ্ছাকৃতভাবে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। মা কালীকে অপমান করার জন্যই এমন বক্তব্য রাখা হয়েছে। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসা চলছে এবং সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। পুলিশ ঠিকমতো কাজ করছে না।'
অভিযোগে আরও বলা হয়েছে, 'এই পরিস্থিতিতে মহুয়া মৈত্রের বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। মত প্রকাশের স্বাধীনতার নামে হিন্দু ভাবাবেগে আঘাত করার অধিকার কারও নেই। মহুয়া মৈত্রের বক্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতাকে বাড়িয়ে তুলবে।' এক্ষেত্রে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ১৫৩এ এবং ২৯৫এ ধারায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন - এভাবেও খাওয়া যায় কাঁচা কলা, দিনভর শরীরে এনার্জি থাকবে ভরপুর