বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় বাংলাদেশিদের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময়কৃষ্ণের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন শুভেন্দু। পাশাপাশি, বিজেপি নেতার কড়া হুঁশিয়ারি, 'চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোর যান, এখানে আসবেন না।' প্রসঙ্গত, চিকিৎসার জন্য বহু বাংলাদেশিই কলকাতায় আসেন। চিন্ময়কে গ্রেফতারের ঘটনায় এবার চিকিৎসার মতো জরুরি পরিষেবার বিষয়কে সামনে রেখে সরব হলেন শুভেন্দু।
চিন্ময়কৃষ্ণকে নি:শর্ত মুক্তির দাবিতে এদিন কলকাতার রবীন্দ্র সদন থেকে বাংলাদেশে ডেপুটি হাই কমিশনের দফতর পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতারা। মিছিল শেষে হাই কমিশনে যান শুভেন্দু-সহ কয়েক জন বিজেপি বিধায়ক। কমিশনের অফিস থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। ভিসা বন্ধের আবেদন জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। বলেছেন, 'ভিসা দেওয়া বন্ধ করুন।ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন।'
অন্য দিকে, চিন্ময়কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। রানাঘাট, কাকদ্বীপ, কৃষ্ণনগরে প্রতিবাদের ছবি ধরা পড়েছে।
বাংলাদেশের ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বাংলাদেশ রাজ্যের বিষয় নয়, আন্তর্জাতিক বিষয়। যে কোনও আন্তর্জাতিক বিষয়ে যে অবস্থান কেন্দ্র সরকার নেবে, সেটাকে দেশের স্বার্থে দলগত ভাবে সমর্থন করবে তৃণমূল।' এরপরেই অভিষেক বলেন, 'যে ঘটনা ঘটেছে, তা একেবারে সমর্থনযোগ্য নয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।'
প্রসঙ্গত, সোমবার ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসীকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছিলেন সে দেশের হিন্দুদের একাংশ। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, যাতে হিন্দু-সহ সমস্ত সংখ্যালঘুর সুরক্ষা সুনিশ্চিত করা হয়।' হিন্দুদের মতপ্রকাশের স্বাধীনতার কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি।
হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা। অবিলম্বে চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানিয়েছে ইসকন।