একের পর এক 'বিতর্কিত' ট্যুইটবার্তার পর আরও বিস্ফোরক বিজেপি নেতা তথাগত রায়। এবার তিনি বললেন, 'দলের যাঁরা পুরোনা নেতা-কর্মী, তাঁরা ব্রাত্য। আমিও ব্রাত্যদের তালিকাতেই রয়েছি।'
আজতক বাংলাকে তথাগতবাবু বলেন, 'আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব তলব করেছে। আমি তাঁদের সঙ্গে দেখা করব। আমার যা বলার বলব।' বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতিকে প্রশ্ন করা হয়, 'বিজেপির অনেক পুরোনো নেতা-কর্মীই অভিযোগ করেন, তাঁরা দলে ব্রাত্য।' উত্তরে তথাগতবাবু বলেন, 'এটা ১০০ শতাংশ সত্যি। আমিও সেই ব্রাত্যদের তালিকায় রয়েছি। এটা সবাই জানে।' কিন্তু, কেন ব্রাত্য? উত্তরে তিনি বলেন, '৪ পালের গোদা এখন দলটা চালাচ্ছে। তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বকে যেটা বলেন, সেটাই হয়।'
ভোটের ফল প্রকাশের পর দলের প্রার্থীতালিকা নিয়ে একের পর এক অভিযোগ করেছেন তথাগতবাবু। পায়েল, শ্রাবন্তী, তনুশ্রীদের নাম করে রাজ্য নেতৃত্বকে আক্রমণ করেছেন। যদিও রাজ্য নেতৃত্ব আগেই দাবি করেছে, কেন্দ্রের নেতাদের অনুমোদন নিয়েই রাজ্যের প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। এই নিয়ে তথাগতবাবু বলেন, 'কেন্দ্রের নেতারা প্রার্থী তালিকায় অনুমোদন দেন, সেকথা ঠিকই। কিন্তু, তাঁদের তো বাংলার নেতাদের দিকেই তাকিয়ে থাকতে হয়। তাই ওই ৪ পালের গোদা যে তালিকা বা রিপোর্ট দেয়, তার উপরই নির্ভর করে থাকতে হয়।'
প্রসঙ্গত, আজ সকালেই ট্যুইটবার্তায় তথাগতবাবু জানান, তাঁকে দিল্লিতে তলব করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যা নিয়ে ফের শোরগোল শুরু হয় রাজ্য রাজনীতিতে।
উল্লেখ্য ভোটে বিপর্যয়ের পর বিজেপি নেতা তথাগত রায় বলেন, 'পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?' যদিও তথাগতবাবুর এই মন্তব্য নিয়ে মুখে কুলুপ এঁটেছে রাজ্য নেতৃত্ব।