বিজেপি ত্যাগ করে যাঁরা তৃণমূলে ফিরছেন তাঁদের নজিরবিহীন আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। আজ মুকুল রায়, শুভ্রাংশু রায় তৃণমূল ভবনে গিয়েছেন। তাঁদের পুরোনো দলে প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত। এই পরিস্থিতিতে আজ সকালে একটি ট্যুইট করে দলবদলুদের আক্রমণ করেন তথাগতবাবু।
ট্যুইটবার্তায় তথাগত রায় লেখেন, 'তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। ''মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়।'' ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি।'
আরও পড়ুন : 'জল্পনায় কান দেওয়ার সময় নেই', মুকুলকে নিয়ে বললেন দিলীপ
তথাগত রায়ের এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। নেটিজেনদের অনেকেই তথাগত রায়কে পাল্টা আক্রমণ করেন। একজন যেমন লেখেন, 'বলছি বিজেপি কি তবে খাটা পায়খানা? এইসব মল-মূত্রকে দলে টানার জন্য তিনমাস আগেও তো বরণডালা নিয়ে দাঁড়িয়ে ছিল বিজেপি।' এর উত্তর দেন তথাগতবাবু। তিনি পাল্টা লেখেন, 'কিন্তু খাটা পায়খানার বর্জ্য তো সেখানেই অনন্তকাল থাকে না ! মিউনিসিপ্যালিটির গাড়ি সেটা উঠিয়ে কোথাও ফেলে দিয়ে আসে ! যেখানে ফেলে দিয়ে আসছে সেটাই তো তাহলে আপনার পার্টি ?'
প্রসঙ্গত, তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছিলেন, তাদের মধ্যে বেশিরভাগজনকেই ভালোভাবে দেখেননি তথাগতবাবু। ভোটের ফলাফলের পর তিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, পুরোনো বিজেপি কর্মীদের দলে গুরুত্ব দেওয়া হচ্ছে না।