শুভেন্দু অধিকারি এবং 'জেল মন্তব্য' এই দুইই এখন বাংলার রাজনৈতিক প্রাঙ্গনের হট টপিক। রাজ্যের পরিবহন মন্ত্রীর দলের সঙ্গে দূরত্ব নিয়ে মমতা শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধী বিজেপি। পাশাপাশি উন্নয়নের নামে টাকা লুটের অভিযোগ এনে শাসক দলের বিরুদ্ধে জেলে যাওয়ার মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পিছু হটেননি মমতাও। তিনি সাফ জানান জেলে গেলে সেখান থেকেই নির্বাচন জেতাবেন তিনি।
মমতার মন্তব্যকে হাতিয়ার করেই পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন মমতার জেল মন্তব্যে নেত্রী বলেন, "ভোট এলেই উনি জেলে যাওয়ার কথা বলেন। মানুষের সহমর্মিতা পাওয়ার জন্য। ২০১৪, ২০১৬-সালেও একই কথা বলেছেন। আসলে পুরো দলটাই দুর্নীতিতে ভরে রয়েছে। চুরি করেছেন, আরও অনেক কিছু করেছেন, সিবিআইয়ে জালে তৃণমূল। তাই তিনি এসব তো বলবেনই।"
আরও পড়ুন, জেলে থেকেও বাংলাকে জেতাব, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
বুধবার শুভেন্দু প্রসঙ্গ টেনেও ঘাসফুল শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি লকেট। তিনি বলেন, "মানুষকে আর বোকা বানাতে পারবে না। যারা সিপিআইএমের হার্মাদ ছিল তারাই এখন তৃণমূলে যোগ দিয়েছে। আর ঘাসফুলে যারা প্রকৃত সৈনিক, আসল বিপ্লবী ছিলেন তারা বিজেপিতে চলে এসেছে। আরও মানুষ আছে যারা বিজেপিতে যোগ দিতে চাইছেন।"
তবে কি ভোটের আগে শুভেন্দুর বিজেপিতে আসা কেবল সময়ের অপেক্ষা? এ প্রসঙ্গে লকেট বলেন, "কিচ্ছু করতে পারবে না। দিদি আর ভাইপো ছাড়া তৃণমূলে কেউ থাকবে না।"