Advertisement

'ভারতের নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন মমতা', কটাক্ষ অগ্নিমিত্রার

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল। ২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই ঘর গোছাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পদক্ষেপ হিসেবে আগামিকাল ২১ জুলাই দেশের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবে ঘাসফুল শিবির। সেই ইস্যুতে মমতাকে কটাক্ষ করেন অগ্নিমিত্রা।

মমতা ও অগ্নিমিত্রা
অনিল গিরি
  • দুর্গাপুর ,
  • 20 Jul 2021,
  • अपडेटेड 9:42 PM IST
  • রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল
  • ২১ জুলাই পালন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন অগ্নিমিত্রা
  • রাজ্যে ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়েও আক্রমণ করেন শাসকদলকে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল। ২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই ঘর গোছাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পদক্ষেপ হিসেবে আগামিকাল ২১ জুলাই দেশের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবে ঘাসফুল শিবির। সেই ইস্যুতে মমতাকে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, 'উনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। যা কোনওদিনই সফল হবে না। তবে আমাদের রাজ্যকে বাংলাদেশে পরিণত করে তার প্রধানমন্ত্রী উনি হতে পারেন।' 

২১ জুলাই পালন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন অগ্নিমিত্রা। বলেন, '২১ জুলাই শহিদ দিবস নিয়ে প্রহসন করছেন মুখ্যমন্ত্রী। ২১ জুলাই নিয়ে কমিশন গঠিত হয়েছিল। অথচ সেই কমিশনের রিপোর্ট আজও সামনে আসেনি। আমরা তো জানতে চাই, সেদিন ঠিক কী হয়েছিল?' 

দুর্গাপুরে অগ্নিমিত্রা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় BJP-র অনেকে মারা গিয়েছেন বলে দাবি করে অগ্নিমিত্রা আরও বলেন, 'তৃণমূল শহিদ দিবস পালন করছে। অথচ আমাদের রাজ্যে ২ মে তারিখের পর থেকে BJP-র অনেকে শহিদ হয়েছেন। তাঁদের কথা কেউ ভাবছেন না। কারণ, তাঁরা BJP করেন বলে? ভোটের পর নানুরে গ্রামের পর গ্রামে আগুন দেওয়া হল। মহিলারা ধর্ষিতা হলেন তৃণমূলের গুন্ডাদের হাতে। তার বিচার কে করবে?' 

নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব ইস্যুতে এখন সরগরম রাজ্য-রাজনীতি। তৃণমূল একাধিকবার দাবি করেছে নিশীথ বাংলাদেশি। সেই বিষয়ে অগ্নিমিত্রার বক্তব্য, 'নিশীথ প্রামাণিক যে বাংলাদেশি, সেটা কি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে বলে এসেছেন? আসলে রাজ্যে উন্নয়.ন নেই। বেকারত্ব বেড়েছে। শিল্প নেই। সেই সব থেকে নজর ঘোরাতে বিভিন্ন ইস্যু তৃণমূল তুলে থাকে। এবারও তাই করছে।' 

রাজ্যে ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়েও মমতার সমালোচনা করেন অগ্নিমিত্রা। রাজ্য সরকারের মদতেই এসব চলছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, 'মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্প বানাতে পারেননি। কিন্তু, দেবাঞ্জনদের মতো ভুয়ো অফিসার বানিয়েছেন। তাদের নিয়ে ফ্যাক্টরি বানিয়েছেন। এখন তো নদিয়াতেও শুনলাম এরকম একজন ধরা পড়েছেন।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement