বাংলায় অনুপ্রবেশের অভিযোগ নিয়ে এবার সংসদে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই প্রসঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন সৌমিত্র। শুক্রবার লোকসভায় অধিবেশন কক্ষে বললেন, 'রাজ্যে রোজ ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গা আসছে। যা দেশের জন্য বিপদ।' এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি সাংসদ। বাংলাদেশ নিয়ে মমতার সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে সৌমিত্র বলেছেন, 'মুখ্যমন্ত্রী গোটা দুনিয়ার ঠেকা নিয়েছেন।'
প্রসঙ্গত, অনুপ্রবেশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ করেন বিজেপি নেতারা। কিছু দিন আগে এই নিয়ে সরব হয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার অনুপ্রবেশ নিয়েই বিজেপির আরও এক সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, মালদা, মুর্শিদাবা-সহ দেশের ৫ জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। এনআরসি-র দাবিও তুলেছেন তিনি। এই প্রেক্ষাপটে এবার রোহিঙ্গাদের নিয়ে সৌমিত্রের এহেন দাবি এই পর্বে নতুন মাত্রা যোগ করল। রোহিঙ্গাদের কথা বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যও তুলে ধরেন সৌমিত্র।
মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিষ্ণুপুরের সাংসদ বলেছেন, 'মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপোর উপর সবকিছু ছেড়ে দিলে গণতন্ত্র থাকবে কোথায়? যে সব রোহিঙ্গারা আসছেন তাঁদের দেখা উচিত... বাংলার মুখ্যমন্ত্রী সারা বিশ্বের ঠেকা নিয়েছেন, তিনি বলছেন, যেখানেই কোনও সমস্যা, সেখানকার মানুষরা চলে আসুক। এটা কীভাবে হতে পারে!'
অন্য দিকে, অভিষেককে নিশানা করে সৌমিত্র বলেছেন, 'আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই তুমি আগে আয়নায় তোমার মুখটা দেখো।' এই প্রসঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কথা উল্লেখ করেন সৌমিত্র। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাম্প্রতিক এক বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গও উত্থাপন করেছেন সাংসদ। সৌমিত্র বলেছেন, '১৯৯০ সালে কাশ্মীরে যা হয়েছিল মনে রাখবেন, বাংলাতেও তাই হতে চলেছে, একটি কমিটি গঠন করুন এবং সেখানে পাঠান।'