Advertisement

তৃণমূল কর্মীর কপালে বন্দুক তাক, গ্রেফতার বিজেপির যুব সম্পাদক বুলেট রায়

তৃণমূল কর্মীর কপালে বন্দুক ঠেকানোর অভিযোগে বিজেপির যুব সম্পাদক বুলেট রায়কে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, আগামী ২৬ শে ডিসেম্বর উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা আছে।

তরজা জারি রয়েছে যুযুধান দু'পক্ষেরই
দীপক দেবনাথ
  • কলকাতা ,
  • 23 Dec 2020,
  • अपडेटेड 7:06 PM IST
  • ওই যুবকের নাম বুলেট কুমার রায়
  • খড়দহ থানার পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়
  • ওই যুবক বিজেপির সক্রিয় কর্মী

তরজা জারি রয়েছে যুযুধান দু'পক্ষেরই। এরই মধ্যে তৃণমূল কর্মীর কপালে বন্দুক ঠেকানোর অভিযোগে বিজেপির যুব সম্পাদক বুলেট রায়কে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, আগামী ২৬ শে ডিসেম্বর উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা আছে। 

বুধবার তৃণমূলের বেশ কয়েকজন কর্মী জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে সেই ময়দানে যায়। তৃণমূলের অভিযোগ সেই সময় বেশ কয়জন অপরিচিত যুবক তাঁদের ছবি তুলছিল। কী অভিসন্ধি নিয়ে এই কাজ করছিলেন তারা? তৃণমূলের কর্মীরা একথা জিজ্ঞাসা করতেই একজন যুবক আচমকাই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে তাদের দিকে তুলে ধরে, এমনটাই অভিযোগ। তৃণমূল কর্মীরা ওই যুবকটিকে পাকড়াও করে খড়দহ। এরপর খড়দহ থানার পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।

জানা গিয়েছে ওই যুবকের নাম বুলেট কুমার রায়। তিনি বিজেপির খড়দহ ১ নম্বর মণ্ডলের যুব সম্পাদক। এ বিষয়ে পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রবীর ভট্টাচার্য বলেন, "আগামী ২৬ তারিখ তেজপাল মাঠে আমাদের একটা কর্মসূচি আছে আজ যখন সে কর্মসূচির পরিদর্শন করতে যাই তখন একটি ছেলে সেখানে দাঁড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবি তুলছিল। আমরা তার বিরোধিতা করতে গেলে সে রিভলবার দিয়ে ভয় দেখায়। বুলেট কুমার রায় নামে ওই যুবক বিজেপির সক্রিয় কর্মী।"

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপির জেলা যুব সম্পাদক, জয় সাহা বলেন, "এটা একবারে মিথ্যা কথা। কয়েক দিন আগে বুলেট কুমার রায় বলে একজন আমাদের দলের যুব মোর্চা কমিটি তে নির্বাচিত হয়েছে। তাই তাঁকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো চেষ্টা করছে তৃণমূল।" তার কাছে অস্ত্র পাওয়া গেছে বলে যে দাবী করা হচ্ছে সেটাও মিথ্যে।" ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement