Advertisement

Suvendu Adhikari: সিঙ্গুরে টাটা-স্মরণ শুভেন্দুর, বললেন, 'জ্যোতি বসু হলে মেরে তুলে দিতেন'

বিরোধীদের আন্দোলনে চাপে ১৬ বছর আগে তাঁর সংস্থা সিঙ্গুর থেকে নির্মীয়মাণ গাড়ি কারখানা গুটিয়ে পাড়ি দিয়েছিল গুজরাটে। দিন কয়েক আগে প্রয়াত হলেন তিনি— সিঙ্গুরে রাজ্যের দ্বিতীয় গাড়ি কারখানার স্বপ্নদ্রষ্টা রতন টাটা। তাঁকে শ্রদ্ধা জানাতে আজ, শুক্রবার সিঙ্গুরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যিনি সেই সময়ে ছিলেন বিরোধী দল তৃণমূলে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।-কোলাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2024,
  • अपडेटेड 5:39 PM IST
  • বিরোধীদের আন্দোলনে চাপে ১৬ বছর আগে তাঁর সংস্থা সিঙ্গুর থেকে নির্মীয়মাণ গাড়ি কারখানা গুটিয়ে পাড়ি দিয়েছিল গুজরাটে।
  • দিন কয়েক আগে প্রয়াত হলেন তিনি— সিঙ্গুরে রাজ্যের দ্বিতীয় গাড়ি কারখানার স্বপ্নদ্রষ্টা রতন টাটা। তাঁকে শ্রদ্ধা জানাতে আজ, শুক্রবার সিঙ্গুরে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধীদের আন্দোলনে চাপে ১৬ বছর আগে তাঁর সংস্থা সিঙ্গুর থেকে নির্মীয়মাণ গাড়ি কারখানা গুটিয়ে পাড়ি দিয়েছিল গুজরাটে। দিন কয়েক আগে প্রয়াত হলেন তিনি— সিঙ্গুরে রাজ্যের দ্বিতীয় গাড়ি কারখানার স্বপ্নদ্রষ্টা রতন টাটা। তাঁকে শ্রদ্ধা জানাতে আজ, শুক্রবার সিঙ্গুরে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যিনি সেই সময়ে ছিলেন বিরোধী দল তৃণমূলে।

শুক্রবার বিকেল চারটে নাগাদ সিঙ্গুরের সাহানাপাড়া থেকে এক সময়ের প্রকল্প এলাকার মেশিনারি গেট পর্যন্ত দলীয় মিছিল করল বিজেপি। মিছিল শেষে সভায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। সিঙ্গুরের জমিতে যে শেষ পর্যন্ত কিছু হল না, সে কথাই ফের শুভেন্দু বললেন এলাকাবাসীকে। তাঁর কথায়, 'টাটা গোষ্ঠীর হাত পা ধরে বাংলায় আনব, সিঙ্গুরে বললেন শুভেন্দু অধিকারী একটা কারখানাকে কেন্দ্র করে ১০ কিলোমিটার শিল্প হবে। সিপিএম মুসলিম ভোট পায় না, হিন্দু ভোট কাটে। সিঙ্গুরে সন্ত্রাসের আবহে ভোট হয়েছে। বুদ্ধবাবুর ব্যাক্তিগত সদিচ্ছা ছিল। কিন্তু জ্যোতিবাবু হলে মেরে তুলে দিতেন। যা বুদ্ধবাবু পারেন নি।'

শুভেন্দু আরও বলেন, 'মুসলিমরা সিপিএমের মিছিলে যাচ্ছে, আর ভোট দিচ্ছে তৃণমূলকে। সিপিএমের ভোটাররা চায় রাজ্যের পরিবর্তন। আমি নন্দীগ্রামের ভোটারদের টেনে নিয়েছি। আমাদের আনুন, টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনব।' সিঙ্গুরের ওই জমির একাংশ এখনও চাষযোগ্য হয়নি। তা ব্যবহারযোগ্য করার দাবিতে চাষিদের একাংশ ফের রাজ্য সরকারের কাছে দরবার শুরু করেছে। সেই নিরিখে সিঙ্গুরে বিরোধী দলনেতার রতন টাটাকে শ্রদ্ধা জানাতে আসার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ।

বিজেপির দাবি, সিঙ্গুরে রতন টাটার প্রকল্পটি হলে রাজ্যে শিল্পের চেহারা বদলে যেত। একটা ৯৫ শতাংশ হওয়া কারখানা তৃণমূল হতে দেয়নি। সে জন্য এ রাজ্যের মানুষ কোনও দিনই তৃণমূলকে ক্ষমা করবে না। 
 

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement