Advertisement

Bhangar School: উচ্চমাধ্যমিক চলাকালীন ভাঙড়ের স্কুলে বোমাতঙ্ক, শোনা গেল বিকট শব্দ

উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই ভাঙড় হাইস্কুলে বোমাতঙ্ক ঘিরে হুলস্থুল কাণ্ড বাধল। মঙ্গলবার উচ্চমাধ্যমিকে ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হতেই স্কুলের শৌচাগার থেকে বিকট শব্দ শোনা যায় বলে সূত্রের খবর। যা ঘিরে মুহূর্তে বোমাতঙ্ক ছড়ায় স্কুল চত্বরে। পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। 

ভাঙড় স্কুলে বোমাতঙ্ক।
Aajtak Bangla
  • ভাঙড়,
  • 27 Feb 2024,
  • अपडेटेड 4:43 PM IST
  • ভাঙড় হাইস্কুলে বোমাতঙ্ক ঘিরে হুলস্থুল কাণ্ড বাধল।
  • ঙ্গলবার উচ্চমাধ্যমিকে ইতিহাস পরীক্ষা ছিল।
  • পরীক্ষা শেষ হতেই স্কুলের শৌচাগার থেকে বিকট শব্দ শোনা যায় বলে সূত্রের খবর।

উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই ভাঙড় হাইস্কুলে বোমাতঙ্ক ঘিরে হুলস্থুল কাণ্ড বাধল। মঙ্গলবার উচ্চমাধ্যমিকে ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হতেই স্কুলের শৌচাগার থেকে বিকট শব্দ শোনা যায় বলে সূত্রের খবর। যা ঘিরে মুহূর্তে বোমাতঙ্ক ছড়ায় স্কুল চত্বরে। পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। 

সূত্রের খবর, পরীক্ষা শেষ হওয়ার পর স্কুলের শৌচাগার থেকে বিকট আওয়াজ শোনা যায়। ঘটনাস্থল থেকে বোমার সুতলি পাওয়া গিয়েছে বলে দাবি। শৌচাগারে বেশ কিছু কাগজ পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভাঙড় থানার পুলিশ। কোনও পড়ুয়াই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

অতীতে ভাঙড়ে বোমাবাজির নানা ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

অন্য দিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে এক যুবককে। নদিয়া থেকে ওই যুবককে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল পাণ্ডা ওই যুবক, এমনটাই দাবি করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ১৮ ফেব্রুয়ারি বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে একটি চক্র উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ জানানো হয়। টাকার বিনিময়ে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেওয়ার কথা ওই চক্রটি জানিয়েছিল বলে দাবি। 

অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে নেমে ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করেন তদন্তকারীরা। এর মধ্যে একটি অ্যাকাউন্ট নদিয়ার এক তরুণীর। তারপরেই ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে বিধাননগর সাইবার থানার পুলিশ। ওই তরুণী পুলিশকে জানায় যে, বন্ধু রূপম সাধুখাঁকে এটিএম কার্ড দিয়েছেন তিনি। কার্ডটি তাঁর বন্ধু জোর করে নিয়েছেন বলে দাবি করেছেন তরুণী। ব্যাঙ্কের থেকে পাঠানো এসএমএসে তরুণী জানতে পারেন যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন হয়েছে। এরপরই রূপমকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রে আর কেউ জড়িত রয়েছেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement