Advertisement

জমি দখলকে ঘিরে রণক্ষেত্র জয়নগর, দফায় দফায় বোমাবাজি; গ্রেফতার ৩

জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জয়নগর। শুরু হয়েছে বোমাবাজিও। এলাকায় ব্যাপক উত্তেজনা। বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকার দখল নিয়েছে। অশান্তি ও গোলমালের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ জয়নগরে
প্রসেনজিৎ সাহা
  • জয়নগর,
  • 20 Jun 2021,
  • अपडेटेड 1:38 PM IST
  • জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজি
  • জখম একাধিক, গ্রেফতার ৩
  • দখল রুখতে পুলিশি পাহারা এলাকায়

সকাল থেকে উত্তপ্ত জয়নগর

জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জয়নগর। শুরু হয়েছে বোমাবাজিও। এলাকায় ব্যাপক উত্তেজনা। বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকার দখল নিয়েছে। অশান্তি ও গোলমালের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মমরেজ গড়ে বোমাবাজি

সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দফায় দফায় বোমা বাজির ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মমরেজ গড় এলাকায়। গোলমাল থেকে বচসা হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। দুই বিবদমান পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পিছনে জমি মাফিয়া চক্র?

এই এলাকার দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি খাস জমিকে কেন্দ্র করে গণ্ডগোল চলছিল। ওই জমি দখল করে বিক্রির চক্রান্ত চলছিল বলে এলাকাবাসী জানিয়েছে। যদিও এলাকাবাসীদের অনেকেই ওই জমি দখলের সঙ্গে সরাসরি যুক্ত বা মদতদাতা বলে পুলিশ জানতে পেরেছে। এলাকায় জমি দখল করে ভোগ ও বিক্রির সিণ্ডিকেট রয়েছে বলে পুলিশের ধারণা।

রাস্তা অবরোধ এলাকাবাসীর

রবিবার সকাল থেকে ওই খাস জমি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দফায় দফায় বোমা বাজি হয়। এলাকায় উত্তেজনা ছড়ালে গোচরণ ঢোসা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন গ্রামবাসীরা। উভয়পক্ষের এই গন্ডগোলে জখম হয় বেশ কয়েকজন।

পুলিশি পাহারা এলাকায়

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিশ। পাশাপাশি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিনা কারণে ওই জমির আসপাশে কাউকে ঘোরাঘুরি করতে দেখলে তাদের গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার তিন, তল্লাশি শুরু

পুলিশ সূত্রে খবর, রাস্তার ধারে খাস জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সকালে গন্ডগোল হয়। খবর পেয়ে জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু সাঁতরা সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। আর কারা জড়িত রয়েছে খুঁজছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement