Advertisement

Government Jobs in West Bengal: গ্র্যাজুয়েট? প্রচুর সরকারি নিয়োগ বাংলায়, মাইনে ৯০ হাজার টাকা, কীভাবে আবেদন? সব তথ্য রইল

Cabinet Secretariat Recruitment 2024: মন্ত্রিপরিষদ (Cabinet Secretariat Recruitment) সচিবালয় সম্প্রতি শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদের সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসার নিয়োগ করা হবে দেড়শো জনেরও বেশি। মাইনে ৯০ হাজার টাকা প্রতি মাসে।

মন্ত্রিপরিষদ সচিবালয়ে নিয়োগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2024,
  • अपडेटेड 6:06 PM IST
  • মন্ত্রিপরিষদের সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসার পদে কত নিয়োগ?
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কী চাওয়া হয়েছে?
  • কীভাবে আবেদন করবেন?

Government Jobs in West Bengal: গ্র্যাজুয়েট হয়ে সরকারি চাকরির খোঁজ করছেন? ভিনরাজ্যে কম মাইনেতে বেসরকারি চাকরি কেন করবেন? যাওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গেই সরকারি চাকরির বড় সুযোগ। B.Tech অন্য যে কোনও বিষয়ে গ্র্য়াজুয়েট বা মাস্টার ডিগ্রি হলে মাসে মাইনে পাবেন ৯০ হাজার টাকা। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Jobs) চাকরি। 

মন্ত্রিপরিষদ (Cabinet Secretariat Recruitment 2024) সচিবালয় সম্প্রতি শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদের সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসার নিয়োগ করা হবে দেড়শো জনেরও বেশি। মাইনে ৯০ হাজার টাকা প্রতি মাসে। এই চাকরিতে পোস্টিং দেওয়া হবে পশ্চিমবঙ্গে।

মন্ত্রিপরিষদের সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসার পদে কত নিয়োগ?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদের সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসার পদে মোট ১৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রতি মাসে মাইনে হবে ৯০ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কী চাওয়া হয়েছে?

Cabinet Secretariat Recruitment 2024 বা মন্ত্রিপরিষদ সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসারের চাকরিতে আবেদন করতে পারবেন,  বিটেক, মাস্টার ডিগ্রি ও স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা। এই পদে চাকরিতে আবেদনের জন্য বয়সসীমা হতে হবে ৩০ বছরের মধ্যে। 

কীভাবে আবেদন করবেন?

প্রথমে মন্ত্রিপরিষদ সচিবালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান। হোম পেজে কেরিয়ার অপশন ক্লিক করুন। তারপর নোটিশটি ডাউনলোড করে নিন। A4 সাইজের পেপারে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করতে হবে। তারপর নির্ভুল ভাবে ফর্মটি ফিল আপ করুন।

একটি খামে অ্যাপ্লিকেশন ফর্ম ও মৌলিক নথির জেরক্সগুলি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ কবে?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেপুটি ফিল্ড অফিসার পদে আবেদন নেওয়া শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৪-এ। আবেদনের শেষ দিন ২১ অক্টোবর। 

Advertisement

কীভাবে নিয়োগ করা হবে?

আগ্রহী প্রার্থীদের এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র তাদের GATE মার্কের উপর ভিত্তি করে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement