Advertisement

কেন্দ্রের উদ্যোগ, পাঁচমুড়ার টেরাকোটা শিল্পীদের জন্য কর্মশালা

পাঁচমুড়ার টেরাকোটা (Terracotta) শিল্পীদের পাশে দাঁড়ালো কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকও। ওই মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পাঁচমুড়ার বাছাই করা পাঁচজন শিল্পীকে নিয়ে শুরু হয়েছে দশ দিনের 'অনলাইন কর্মশালা'। যা চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা নিজেদের শিল্পকর্ম তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

কাজ করছেন শিল্পীরা
অনিল গিরি
  • বাঁকুড়া,
  • 13 Jun 2021,
  • अपडेटेड 3:29 PM IST
  • টেরাকোটা শিল্পীদের জন্য উদ্যোগ
  • কেন্দ্রের তরফে কর্মশালার আয়োজন
  • চলবে ১৬ তারিখ পর্যন্ত

বাঁকুড়ার (Bankura) টেরাকোটা শিল্পের বিশ্বজোড়া নাম। তারমধ্যে তালড্যাংরার পাঁচমুড়া'টেরাকোটার গ্রাম' নামেই পরিচিত। অপরূপ কারুকার্য ভরা পোড়ামাটির শিল্পকর্মের জন্যই সারা বিশ্বে পরিচিত পাঁচমুড়া। এখানকার কুমোরপাড়ার শিল্পীরা সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলেন তাঁদের অপরুপ শিল্পকর্ম।

এবার পাঁচমুড়ার টেরাকোটা (Terracotta) শিল্পীদের পাশে দাঁড়ালো কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকও। ওই মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পাঁচমুড়ার বাছাই করা পাঁচজন শিল্পীকে নিয়ে শুরু হয়েছে দশ দিনের 'অনলাইন কর্মশালা'। যা চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা নিজেদের শিল্পকর্ম তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

চলতি করোনা আবহে স্বাভাবিক জনজীবন ব্যাহত। ফলে উৎপাদিত শিল্প সামগ্রী বিক্রি না হওয়ায় চরম আর্থিক সমস্যায় ভুগছেন এখানকার মৃৎশিল্পীরা। এই অবস্থায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই জানাচ্ছেন এখানকার মৃৎশিল্পের সঙ্গে যুক্ত মানুষজন।

অনলাইন কর্মশালায় অংশ নেওয়া মৃৎশিল্পী ভূতনাথ কর্মকার, উর্মিলা কর্মকাররা জানাচ্ছেন, করোনা আবহে বাইরে যাতায়াত বন্ধ। তাই শিল্পরসিক পর্যটকদের দেখা নেই। ফলে বিক্রিবাটাও বন্ধ। চরম আর্থিক সমস্যায় মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে তাঁরা পাঁচজন এই সুযোগ পেয়েছেন। তবে আরও বেশী সংখ্যায় শিল্পীরা এই কর্মশালায় যোগ দেওয়ার সুযোগ পেলে ভাল হত বলে মনে করছেন তাঁরা। শিল্পীরা জানাচ্ছেন, দশদিনের এই কর্মশালায় উৎপাদিত দ্রব্য আয়োজকরা কিনে নেবেন। একইসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের বিশেষ 'সাম্মানিক' দেওয়ার কথাও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে বলা হয়েছে বলে জানান তিনি।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement