Advertisement

Centre Reply on Mamata Banerjee's letter: 'ভুল তথ্য দিচ্ছেন', মোদীকে লেখা মমতার চিঠির পাল্টা জবাব কেন্দ্রের

ধর্ষণ-খুনের মতো বর্বরোচিত অপরাধের ক্ষেত্রে কঠোর কেন্দ্রীয় আইন এবং দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়ে শুক্রবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। মমতার সেই চিঠির আবারও জবাব দিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। রাজ্যকেই পাল্টা দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী। এই নিয়ে দ্বিতীয় বার মমতাকে পাল্টা জবাবি চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্নপূর্ণা দেবী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2024,
  • अपडेटेड 7:46 AM IST
  • ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।
  • মমতার সেই চিঠির আবারও জবাব দিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
  • রাজ্যকেই পাল্টা দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী।

ধর্ষণ-খুনের মতো বর্বরোচিত অপরাধের ক্ষেত্রে কঠোর কেন্দ্রীয় আইন এবং দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়ে শুক্রবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। মমতার সেই চিঠির আবারও জবাব দিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। রাজ্যকেই পাল্টা দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী। এই নিয়ে দ্বিতীয় বার মমতাকে পাল্টা জবাবি চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী। 

চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন যে, ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কঠোর আইন রয়েছে। কিন্তু তা যাতে ইতিবাচক ভাবে বাস্তবায়িত করা হয়, সে ব্যাপারে রাজ্যকে আর্জি জানিয়েছেন অন্নপূর্ণা দেবী। 

মমতাকে লেখা চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেছেন যে, ধর্ষণের মতো ঘটনা এবং পকসো মামলার ক্ষেত্রে অতিরিক্ত ১১টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এখনও চালু করা হয়নি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'পশ্চিমবঙ্গে ৪৮ হাজার ৬০০টি ধর্ষণ এবং পকসো মামলা ঝুলে রয়েছে। রাজ্য এখনও ১১টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট চালু করেনি।' চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী এ-ও লিখেছেন যে, রাজ্য সরকার ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছে। কিন্তু সেগুলি কেন্দ্রীয় সরকারের ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের সমতুল্য নয়।  ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট চালু করতে যে বিলম্ব হয়েছে, তা ধামচাপা দেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। লিখেছেন, 'আপনার লেখা চিঠিতে যে তথ্য রয়েছে, তা বাস্তবিকভাবে ভুল। রাজ্যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট চালু করতে যে বিলম্ব হয়েছে, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে।'

প্রসঙ্গত, আরজি করের ঘটনায় ফাঁসির দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে শুক্রবার ফের প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা। এর আগেও একটি চিঠি লিখেছিলেন মমতা। সে বারও পাল্টা জবাব দিয়েছিলেন অন্নপূর্ণা দেবী।নারী ও শিশুদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা রয়েছে, তার বাস্তবায়ন হচ্ছে না বলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছিলেন তিনি। সেই পর্বের পর আবার চিঠি চালাচালি হল রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement