Weather Update: দক্ষিণবঙ্গে অনেকেই টুপি-জ্যাকেট পড়তে শুরু করে দিয়েছেন। বিশেষত মোটরবাইক, সাইকেল চালালে ভালই ঠাণ্ডা লাগছে। আগামী কয়েকদিনে ক্রমেই এই শীত-শীত ভাব বাড়তে চলেছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। নতুন সপ্তাহের শুরুতেই ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে।
শনিবার আলিপুর আবহাওয়া দফতরের আপডেটে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিনে মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উপকূলের দুই একটি জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ২-৩ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে এই বৃষ্টি। তবে শুক্রবার বিকেলে বাংলাদেশের উপকূলে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। আর তারপরেই ঘূর্ণিঝড় তার শক্তি হারায়।
সাধারণ নিয়ম অনুযায়ী, আকাশে মেঘ থাকলে তাপমাত্রার পারদ নামে না। রাতে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকরিত হয়। কিন্তু রাতে মেঘ থাকলে সেই তাপ বের হতে পারে না। তাছাড়া বাতাসে আর্দ্রতা থাকার কারণেও গরম ভাব কিছুটা বেশি লাগে।
তবে আপাতত ঘূর্ণিঝড়ের রেশ কেটে গিয়েছে। আকাশ পরিষ্কার। আর তার ফলে আগামী কয়েক দিনে পারদ অনেকটাই নামতে পারে বলে মনে করা হচ্ছে। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও সকাল ও সন্ধ্যায় ভালই শীতের আমেজ থাকবে।
পশ্চিমের জেলাগুলিতে আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। সোম ও মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা হওয়ায় তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে। তবে আপাতত মনে করা হচ্ছে, সপ্তাহের শেষদিকে আকাশ একেবারে সাফ হয়ে গেলে পারদ দ্রুত হারে নামতে পারে।
তবে এর পুরোটাই শীত-শীত ভাব। এখনও খাতায় কলমে শীত আসেনি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।