Adhir Chowdhury attacks Abhijit Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাগজের ফেলে দেওয়া ঠোঙা বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। তাঁকে বিশেষ পাত্তা দেওয়া উচিত না বলেও দাবি করেন। শুধু তাই নয়, তাঁকে 'গিরগিটি' বলেও আক্রমণ করেন।
বিজেপিতে যোগ দিতেই বারবার আক্রমণের মুখে পড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার অধীর কটাক্ষ করে বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাজারে ফেলে দেওয়া কাগজের ঠোঙা হয়ে গেছেন। এখন তাঁর বীরত্ব নিয়ে বীরগাঁথা দেওয়ার প্রয়োজন নেই। যখন তাঁর চরিত্রে কিছু রসদ খুঁজে পেয়েছি, তখন বলেছিলাম।"
এ-ও বলেন, "গিরগিটি তার রং পাল্টেছে। এটা গিরগিটির দোষ নাকি প্রকৃতির, নাকি আমাদের চোখের? গাঙ্গুলি সাহেব কি গিরগিটি? নাকি আমরা যা দেখি তা ভুল। কোনটা?"
মাত্র দু'দিন হয়েছে বিজেপিতে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে সমস্ত বিরোধী দলের নিশানায় তিনি। এদিকে আজ শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। সেই মঞ্চে দেখা যায় তাঁকে। শিলিগুড়ির মঞ্চ থেকে অভিজিৎ দাবি করেন, 'নো ভোট টু তৃণমূল'-এর।
গত প্রায় ২ বছর ধরে বিভিন্ন দুর্নীতির মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন অভিজিৎ। তাঁর রায় এবং নির্দেশ বরাবরই খবরের শিরোনামে উঠে এসেছে। এর জেরে বাংলার শাসকদলের নিশানার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তাঁর বিজেপিতে যোগদানেপ পর বদলে যাবে রাজ্য রাজনীতি? তা সময়ের অপেক্ষা।