Advertisement

বিশ্বভারতীর পর NIT, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে BJP নেতার উপস্থিতিতে বিতর্ক

বুধবার দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (NIT) সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিন্তু সেখানে দেখা যায় বিজেপির একঝাঁক নেতা কর্মীকে। এরপরেই প্রশ্ন উঠতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি অনুষ্ঠানে বিজেপির নেতা কর্মীরা কেন? 

সুভাষ সরকার
অনিল গিরি
  • দুর্গাপুর,
  • 18 Aug 2021,
  • अपडेटेड 10:07 PM IST
  • আবারও সুভাষ সরকারকে ঘিরে বিতর্ক
  • এনআইটি-র অনুষ্ঠানে বিজেপি নেতা কর্মীদের উপস্থিতি
  • প্রশ্নের মুখে সাংবাদিক বৈঠক বন্ধ করলেন কেন্দ্রীয় মন্ত্রী

বিতর্ক যে কিছুতেই পিছু ছাড়ছে না কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের (Subhash Sarkar)। বুধবার দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (NIT) সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিন্তু সেখানে দেখা যায় বিজেপির একঝাঁক নেতা কর্মীকে। এরপরেই প্রশ্ন উঠতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি অনুষ্ঠানে বিজেপির নেতা কর্মীরা কেন? 

এই প্রসঙ্গে সংবাদমধ্যমের তরফে প্রশ্ন করা হলে সুভাষ সরকার বলেন, তিনি কোনওরকম রাজনৈতিক প্রশ্নের উত্তের দেবেন না। এমনকী একসময় সাংবাদিক বৈঠক শেষ করছেন বলেও ঘোষণা করে দেন সুভাষবাবু। পাশপাশি এই বিষয়ে NIT-র ডিরেক্টর অনুপম বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সুভাষ সরকার এসেছেন সেন্টার ফর ডিজিটাল লার্নিং-এর উদ্বোধন করতে। তাঁর সঙ্গে যাঁরা এসেছেন তাঁরা রাজনৈতিক কাজের জন্য আসেননি। এক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনও রাজনৈতিক দলের নেতা কর্মীকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানিয়েদেন অনুপমবাবু। এদিকে এই ঘটনাকে নক্কারজনক বলে আখ্যা দেন স্থানীয় তৃণমূল (TMC) নেতা উত্তম মুখোপাধ্যায়।

বিশ্বভারতীতেও একই অভিযোগ

এর আগে এই একই ইস্যুতে এদিন বিতর্ক ছড়ায় বিশ্বভারতী শান্তিনিকেতনেও। এদিন বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করেন সুভাষ সরকার। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির (BJP) জেলা সভাপতি ধ্রুব সাহা। উপাচার্য ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বৈঠকে বিজেপি নেতার উপস্থিতি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। এই ঘটনার কড়া সমালোচনা করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও (Anubrata Mandal)। তিনি বলেন, "বিশ্বভারতীতে কেন্দ্রীয় মন্ত্রী আসতেই পারেন। কিন্তু বিজেপির জেলা সভাপতি সেখানে থাকায় বিশ্বভারতীকে পার্টির আখড়া করে তোলা হয়েছে। এবার থেকে তৃণমূলও সেখানে মিটিং করবে। উপাচার্য পারলে রুখে দেখান।" 


 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement