Advertisement

Dinhata Bypoll Result:দিনহাটাও হারাল BJP! তৃণমূল ঝড়ে ধূলিস্মাৎ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের গড়

দিনহাটাকে বিজেপি শূন্য করে রেকর্ড ভোটে জয়ী হব। উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার পর এমনটাই দাবি করেছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি উদয়ন গুহ। এবার তা হাতেকলমে করেও দেখালেন কমল গুহর পুত্র। দিনহাটায় মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির।

জিতলেন উদয়ন গুহ
বেলা কুণ্ডু
  • দিনহাটা,
  • 02 Nov 2021,
  • अपडेटेड 11:59 AM IST
  • দিনহাটা হাতছাড়া গেরুয়া শিবিরের
  • জিতলেন উদয়ন গুহ
  • বিশাল ব্যবধানে জয় তৃণমূলের

দিনহাটাকে বিজেপি শূন্য করে রেকর্ড ভোটে জয়ী হব। উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার পর এমনটাই দাবি করেছিলেন কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ। এবার তা হাতেকলমে করেও দেখালেন কমল গুহর পুত্র। দিনহাটায় মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। ২০২১ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে মাত্র ৫৭ ভোটে জিতেছিলেন বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি। এবার ভোট গণনার শুরু থেকেই রাশ ছিল তৃণমূল কংগ্রেসের দিকে। রাউন্ড যতি এগিয়েছে ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন তৃণমূলপ্রার্থী। বলতে গেলে কোচবিহারের এই কেন্দ্রে উপনির্বাচনে  একতরফা ভাবে জয়ী হলেন উদয়ন গুহ। 

প্রথম রাউন্ড থেকেই এগিয়ে উদয়ন
নিশীথ প্রামাণিক ভোটে জিতেও সাংসদ পদকে বেছে নেন, তাই দিনহাটা আসনটি বিধায়কশূন্য হয়ে পড়ে। আর এই কারণেই এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবারের উপনির্বাচনে চার কেন্দ্রেই জোড়া ফুল জিতবে বলে আগাম ভবিষ্যতবাণী ছিল তৃণমূল শিবিরের। গণনা শুরু হতে সেই ভবিষ্যতবাণী মিলতেও শুরু করে। প্রথম রাউন্ড থেকেই পিছিয়ে পড়তে ছাকে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল।  সকাল থেকে একতরফা ভাবে এগিয়ে চলতে থাকেন  উদয়ন গুহ। সব রাউন্ডেই কেবল এগিয়ে ছইলেন  উদয়ন গুহ। দিনহাটায় ষষ্ঠ রাউন্ড শেষে পঞ্চাশ হাজার ভোটে পিছনে ফেলে দিয়েছিলেন বিজেপি প্রার্থীকে৷  বিরাট ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকার উদয়নকে জয়ী ঘোষণার আগেই তৃণমূল কর্মীদের শুরু হয়ে যায় উল্লাস৷ সুভাষ ভবনের সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজয় উৎসবে মাতেন।  উদয়ন গুহ নিজেও ছিলেন সুভাষ ভবনে। সেখানেই উদয়ন গুহকে ঘিরে দলের কর্মীরা ভিড় করেন।

 

 

বিজেপির কাছে ছিল প্রেস্টিজ ফাইট
২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর  বিজেপি কর্মীদের ওপর হামলা, বাড়ি ঘর ভাঙচুরের একাধিক অভিযোগ উঠেছিল দিনহাটায়। এই বিষয়টিকে মাথায় রেখেই কমিশন দিনহাটা বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী  নিয়োগ করেছিল। ভোটের দিন  ২৭ কোম্পানি বাহিনী নিয়োগ করা হয়েছিল। দিনহাটায় মোট বুথের সংখ্যা ছিল ৪১৭টি। উপনির্বাচনে বিধানসভা কেন্দ্রের ৫১টি বুথকে স্পর্শকাতর এবং ১০২টি বুথকে অতিস্পর্শকাতর ঘোষণা করা হয়েছিল। অন্যান্য তিন কেন্দ্রের মত শনিবার দিনহাটা বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হয়। ভোটের দিন একাধিকবার শিরোনামে উঠে আসে দিনহাটার উপনির্বাচন। কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী উচ্চবিদ্যালয়ে ভোট দিতে গিয়েছিলেন স্বয়ং নিশীথ প্রামাণিকও। সাংসদের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীও তিনি। কিন্তু ২০২১ সালে যে কেন্দ্র থেকে তিনি বিধায়ক হয়েছিলেন উপনির্বাচনে তা আর ধরে রাখতে পারলো না বিজেপি।

Advertisement

২০২১ সালের বিধানসভার ফলাফল
গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিক পেয়েছিলেন মোট  ১,১৬,০৩৪ ভোট। যা মোট ভোটের ৪৮ শতাংশ।     শতাংশের হিসেবে তৃণমূল প্রার্থী উদয়ন গুহও পেয়েছিলেন সেই ৪৮ শতাংশ ভোট। মোট ভোটের হিসেবে ১,১৫,৯৭৮। টানটান উত্তেজনা শেষে মাত্র ৫৭ ভোটে জেতেন নিশীথ। ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে  জয়ী হয়েছিলেন উদয়ন গুহ। এবারের উপনির্বাচনে ফের একবার দিনহাটার মানুষ তার ওপরেই ভরসা রাখল। 

 

 

বিজেপি প্রার্থী একসময় লড়েছিলেন তৃণমূলের হয়ে
এবার দিনহাটায় বিজেপি প্রার্থী ছিলেন অশোক মণ্ডল। ২০০৬ সালে যখন মধ্য গগনে বামেদের রাজত্ব, সেই সময় ফরওয়ার্ড ব্লকের মন্ত্রী কমল গুহর ছেলে উদয়ন গুহ এই বিধানসভা কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন। তখন তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন তৃণমূলের টিকিটে দাঁড়ান অশোক মণ্ডল। সেবার উদয়ন পরাজিত হন। পরবর্তীতে অশোক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর উদয়ন যান তৃণমূলে। এবার ফের তাঁরা দু'জন মুখোমুখি হয়েছিলেন ভিন্ন দুই দলের টিকিটে। তবে এবার শেষহাসি হাসলেন উদয়ন। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, দিনহাটায় জয় তৃণমূলের জন্য  বিধানসভায় নিছক আরও একটি সংখ্যা বাড়িয়ে নেওয়া নয়। দক্ষিণবঙ্গে যখন তৃণমূলের ঝড় বইছে তখনও উত্তরবঙ্গে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল বিজেপি।  ভোট পরবর্তী সময়ে উত্তরবঙ্গ থেকে ফোকাস সরাননি গেরুয়া শিবিরের নেতারা। উত্তরবঙ্গে থেকে মিলেছে ২ কেন্দ্রীয় মন্ত্রীও। এই অবস্থায়  দিনহাটায় বড় ব্যবধানে জয় তৃণমূলের জন্য এবার উত্তরবঙ্গে নতুন অক্সিজেন তাতে কোনও সন্দেহ নেই। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement