Advertisement

Cyclone Dana Landfall: ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফলের অবস্থান বদল, কোথায় আছড়ে পড়বে? আবহাওয়ার বড় আপডেট

ঘূর্ণিঝড় দানার ভোলবদল। ল্যান্ডফলের অবস্থান বদলে গেল। হাওয়া অফিস সূত্রে খবর, আজই আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। বাংলার সাগরদ্বীপ এবং ওড়িশার পুরীর মধ্যে কোনও এলাকায় আছড়ে পড়তে পারে সাইক্লোন, এমন সম্ভাবনার কথাই আগে জানিয়েছিল হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় দানা ধেয়ে আসছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2024,
  • अपडेटेड 8:53 AM IST
  • ঘূর্ণিঝড় দানার ভোলবদল।
  • ল্যান্ডফলের অবস্থান বদলে গেল।
  • হাওয়া অফিস সূত্রে খবর, আজই আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড় দানার ভোলবদল। ল্যান্ডফলের অবস্থান বদলে গেল। হাওয়া অফিস সূত্রে খবর, আজই আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। বাংলার সাগরদ্বীপ এবং ওড়িশার পুরীর মধ্যে কোনও এলাকায় আছড়ে পড়তে পারে সাইক্লোন, এমন সম্ভাবনার কথাই আগে জানিয়েছিল হাওয়া অফিস। তবে সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ওড়িশাতেই আছড়ে পড়তে পারে দানা। যার ফলে ক্ষয়ক্ষতির নিরিখে রেহাই পেতে পারে বাংলা, এমনটাই আশা করা হচ্ছে।

কোথায় ল্যান্ডফল?

হাওয়া অফিস জানিয়েছে, আজ মধ্য রাত এবং আগামীকাল ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে দানা। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 

বাংলায় কী প্রভাব? 

হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।


কোন জেলায় কত বেগে ঝড়?

বুধবার ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘম্টায় ৬০-৭০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। বৃহস্পতিবার সন্ধ্যা এবং শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। সাগরদ্বীপ এবং  সুন্দরবনে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement