Advertisement

Cyclone Remal: রিমাল-এর আশঙ্কায় সোমবার পর্যন্ত বাতিল বহু লোকাল ট্রেন, ২১ ঘণ্টা বন্ধ বিমান

Cyclone Remal: আসছে রিমাল। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পরিণত হল ভয়ানক ঘূর্ণিঝড়ে। রবিবার মধ্যরাতে এটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। আর সেই কারণে বিমান ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বেশ কিছু ট্রেন ঝড়ের কারণে সতর্কতা হিসাবে বাতিল করা হয়েছে।

হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল একাধিক ট্রেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2024,
  • अपडेटेड 12:01 PM IST
  • আসছে রিমাল। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পরিণত হল ভয়ানক ঘূর্ণিঝড়ে।
  • রবিবার মধ্যরাতে এটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে।
  • সেই কারণে বিমান ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

Cyclone Remal: আসছে রিমাল। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পরিণত হল ভয়ানক ঘূর্ণিঝড়ে। রবিবার মধ্যরাতে এটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। আর সেই কারণে বিমান ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বেশ কিছু ট্রেন ঝড়ের কারণে সতর্কতা হিসাবে বাতিল করা হয়েছে। 

ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে, দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদহ এবং নামখানা, উত্তর ২৪ পরগনার কাকদ্বীপ, শিয়ালদহ-হাসনাবাদের মধ্যে বেশ কয়েকটি শহরতলির লোকাল ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। এই কারণে রবিবার মধ্যরাত থেকে সোমবার সকালে ট্রেন চলাচলে কিছুটা সমস্যা হতে পারে। 

কোন কোন ট্রেন বাতিল?

রবিবার
লক্ষ্মীকান্তপুর - নামখানা বিভাগে: 34914 DN/34935 UP
শিয়ালদহে - লক্ষ্মীকান্তপুর সেকশন: 34754 DB/34757 UP
শিয়ালদহে - বজবজ বিভাগ: 34166 DN/34165 UP
শিয়ালদহে - ক্যানিং সেকশন: 34554 DN/34557 UP
শিয়ালদহে - ডায়মন্ড হারবার সেকশন: 34860 DN/34859 UP
সোমবার
লক্ষ্মীকান্তপুর - নামখানা বিভাগে: 34914 DN/34935 UP, 34916 DN/34937 UP, 34981 UPI
শিয়ালদহে - লক্ষ্মীকান্তপুর সেকশন: 34712 DN/34711 UP, 34714 DN/34713 UP, 34716 DN/34715 UP, 34717 UPI
শিয়ালদহে - ডায়মন্ড হারবার সেকশন: 34812 DN/34811 UP, 34814 DN/34813 UP, 34816 DN/34815 UPI
শিয়ালদহে - ক্যানিং সেকশন: 34352 DN/34511 UP, 34354 DN/34513 UP
শিয়ালদহ - সোনারপুর সেকশনে: 34412 DN/34411 UP
শিয়ালদহে - বজবজ বিভাগ: 34112 DN/34111 UP, 34114 DN/34113 UP
শিয়ালদহে - বারুইপুর বিভাগে: 34612 DN/34611 UP, 34614 Dn/34613 Up
শিয়ালদহ/বারাসাত হাসনাবাদ বিভাগে: 33511 UP/33512 DN, 33311 UP/33514 DN, 33313 UP/33312 DN

এই বিষয়ে বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

হাওয়া অফিস পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলীয় জেলাগুলিতে ২৬-২৭ মে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। কিছু অংশে ২৭-২৮ মে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝড় উপকূলে আঘাত হানলে ১.৫ মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। এর ফলে উপকূলীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নিচু এলাকায় বন্যার সম্ভাবনা রয়েছে।

Advertisement

ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য প্রভাবের কারণে রবিবার বিকেল থেকে ২১ ঘণ্টার জন্য ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-এর একজন মুখপাত্র PTI-কে জানিয়েছেন, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় প্রকারের মোট ৩৯৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বেলা ১২ থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর । ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement