Advertisement

বেশিরভাগ ঘূর্ণিঝড়ের নাম মেয়েদের নামে, কারণ জানেন?

রিটা, ক্যাটরিনা, নার্গিস, স্যান্ডি, রেশমি, বিজলি, অগ্নি, নিশা, গিরি, হেলেন, চপলা, অক্ষি, লুবান, তিতলি, বাজু, নাদা, মেঘ, প্রিয়া, নিলুফার, মাদি, শ্যামা, হিকা, সোবা- এই সব ঘূর্ণিঝড়গুলির নাম আপনারা শুনেছেন নিশ্চয়। খেয়াল করে দেখুন প্রতিটি ঝড়ের নামই মেয়েদের নামে রাখা।

সাইক্লোন
সৌমেন কর্মকার
  • কলকাতা,
  • 25 May 2021,
  • अपडेटेड 4:32 PM IST
  • একসময় মেয়েদের নামে রাখা হত ঝড়ের নাম
  • পরে সেই নিয়ম বদলেছে
  • হিসাব করতে দেখা যাবে, আজ পর্যন্ত যত ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে, বেশিরভাগই মেয়েদের নাম

রিটা, ক্যাটরিনা, নার্গিস, স্যান্ডি, রেশমি, বিজলি, অগ্নি, নিশা, গিরি, হেলেন, চপলা, অক্ষি, লুবান, তিতলি, বাজু, নাদা, মেঘ, প্রিয়া, নিলুফার- এই সব ঘূর্ণিঝড়ের নাম আপনারা শুনেছেন নিশ্চয়। খেয়াল করে দেখুন প্রতিটি ঝড়ের নামই মেয়েদের নামে রাখা। শুনলে অবাক হবেন প্রথম প্রথম ঘূর্ণিঝড়ের নাম মেয়েদের নামেই রাখা হত। এখন যদিও নিয়ম বদলেছে। 

কেন ঝড়ের নাম রাখা হত মেয়েদের নামে? 

১৯ শতকের মাঝামাঝি সময় অ্যামেরিকার সেনা ও আবহাওয়াবিদরা মেয়েদের নামে ঝড়ের নামকরণ করার  নিয়ম চালু করেন। বছরের প্রথম যে ঘূর্ণিঝড় হত, তার নাম দিতেন A দিয়ে। এই যেমন ধরুন অ্যানি। বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হত B দিয়ে। এভাবে নাম রাখতেন তাঁরা। দেখা যেত যত নাম রাখা হয়েছে সব মেয়েদের। তবে এই নিয়ম বেশিদিন চলেনি। মহিলারা গর্জে ওঠেন। তাদের নামেই কেন ঘূর্ণিঝড়ের নাম রাখা হবে? সেই প্রশ্ন উঠতে শুরু করে সমাজের সর্বস্তর থেকে। নিয়মও বদলায়। 

মেয়েদের নামে ঝড়ের নাম রাখার পিছনে যুক্তি 


এই নিয়ে মজার মজার যুক্তি আছে। আবহাওয়া বিদদের অনেকেই মনে করতেন, মেয়েদের নাম মানুষ সহজেই মনে রাখতে পারে। তাই হয়তো তাদের নামেই ঝড়ের নামকরণ হত। যদিও অনেকে রসিকতা করে এও বলেন, মেয়েরাও তো ঝড়ের মতই, তাই তাদের নামেই ঝড়ের নাম রাখা হত বোধহয়। 

১৯ শতকের শেষের দিকে আবার দক্ষিণ গোলার্ধের আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়ের নাম দেওয়া শুরু করেন পুরুষের নামে। তা নিয়েও একপ্রস্থ বিতর্ক হয়। সবথেকে মজার বিষয় হল, অস্ট্রেলিয়ানরা অপছন্দের রাজনীতিবিদের নামে ঘূর্ণিঝড়ের নাম রাখতেন। 

নিয়ম বদলেছে 

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, তার অববাহিকায় থাকা দেশগুলি নামকরণ করে। পৃথিবীতে মোট ১১টি সংস্থা ঝড়ের নামকরণ করে থাকে। ভারত, বাংলাদেশ, মায়ানমার, ওমান, পাকিস্তান- সহ ১৩টি দেশও নামকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 

Advertisement

নিয়ম বদলালেও মেয়েদের নামই প্রধান্য পেয়ে আসছে

ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কথায় ধরা যাক। বিভিন্ন তথ্য থেকে পাওয়া সূত্র অনুযায়ী, ভারত এখনও পর্যন্ত আটটি ঝড়ের নামকরণ করেছে। এর মধ্যে মাত্র একটি মেয়েদের নাম ছিল। বিজলি। বাকি সাতটি ঝড়ের নামই পুরুষের নামে রাখা হয়েছিল। 

কিন্তু, পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে আবার উল্টোটা হয়েছে। বিশেষ করে পাকিস্তান। তাদের তরফে এখনও পর্যন্ত ৮টি ঝড়ের নামকরণ করা হয়েছে। তারমধ্যে ৭টি নামই মেয়েদের। যেমন, তিতলি, নার্গিস, লায়লা ইত্যাদি। আবার বাংলাদেশ যে ৭টি নামকরণ করেছে তারমধ্যে ৩টি মেয়েদের। চপলা, হেলেন ও নিশা। 

একসময় শুধু মেয়েদের নামেই ঝড়ের নামকরণ করা হত। পরে সেই নিয়ম বদলেছে। কিন্তু, ভালো করে দেখলে বোঝা যায়, পাকিস্তান, বাংলাদেশ-সহ বেশিরভাগ দেশই সাইক্লোনের নাম মেয়েদের নামেই দিয়ে থাকে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement