Advertisement

Bengal Corona: দু'হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ, তবে বাড়ল মৃত্য

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৩৪২৭ জন। তার তুলনায় সোমবার অনেকটাই কমলো সংক্রমণ। এক লাফে দুহাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার সন্ধের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৯১০ জন।

এক লাফে দুহাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2022,
  • अपडेटेड 8:07 PM IST
  • এক লাফে দুহাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা
  • গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৯১০ জন
  • যা রবিবারের তুলনায় অনেকটাই কম

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী,  নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৩৪২৭ জন। তার তুলনায় সোমবার অনেকটাই কমলো সংক্রমণ। এক লাফে দুহাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার  সন্ধের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৯১০  জন। যা রবিবারের তুলনায় অনেকটাই  কম। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতার অবস্থারও উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত হয়েছে ১৭৯ জন। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমিত  ২৩৩ জন। তার ফলে আক্রান্তের নিরিখে বর্তমানে প্রথম স্থানে দক্ষিণবঙ্গের এই জেলাটি। বাংলায় মোট কোভিড আক্রান্ত ১৯ লক্ষ ৯৫ হাজার ৫১৬ জন।

এদিকে এদিন করোনা থেকে সেরে উঠেছেন ৭ হাজার ৭২৭ জন। ফলে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৬৮  শতাংশ। ফলে এদিন রাজ্যের করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৪৯ হাজার ১৮৮ জন।  গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ৩৩।

এদিকে রাজ্যে করোনা বিধির মেয়াদ বাড়ল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও এ দিন একাধিক বিষয় অতিরিক্ত ছাড় ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। সোমবার নবান্ন থেকে করোনার নতুন বিধি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি অফিসে উপস্থিতির হার সহ বিভিন্ন ক্ষেত্রে কড়াকড়ি অনেকটাই শিথিল করেছে রাজ্য সরকার৷ সরকারি, বেসরকারি অফিসে পঞ্চাশ শতাংশের বদলে ৭৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানান, লোকাল ট্রেন চলাচলের সময়সীমায় কোনও পরিবর্তন করা হচ্ছে না৷ যদিও ১ ফেব্রুয়ারি থেকে রাত দশটার বদলে রাত এগারোটা থেকে নাইট কারফিউ শুরু হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে রাজ্য সরকারের তরফে লোকাল ট্রেন এবং মেট্রোয় যাত্রী সংখ্যা নিয়ে কড়াকড়ি শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ লোকাল ট্রেন এবং মেট্রোতেও পঞ্চাশ শতাংশের বদলে ৭৫ শতাংশ যাত্রী পরিবহণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন৷ বিনোদন ইন্ডাস্ট্রির জন্যও রয়েছে খুশির খবর। সিনেমা হলে দর্শকসংখ্যা ৫০ শতাংশ থেকে বেড়ে হল ৭৫ শতাংশ। 

Advertisement

 সোমবার দেশেও কমছে করোনায় সংক্রমিত। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৯ হাজার জন। এই সময়ের মধ্যে ৯৫৯ জনের মৃত্যু হয়েছে। দেশের মধ্যে কেরালায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে টানা দ্বিতীয় দিনে ৫০ হাজারের বেশি জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও টানা তৃতীয় দিন মৃতের সংখ্যা বাড়ল। যা নিয়ে বেশ উদ্বিগ্ন চিকিৎসকদের একাংশ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement