উত্তেজনা শিলিগুড়িতে
করোনার টিকা না মেলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, দালাল রাজের অভিযোগে হাসপাতালে উত্তেজনা
একাধিক জায়গায় টিকা নিয়ে ক্ষোভ
করোনার টিকা নিয়ে প্রতিদিনই রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। কোথায় কাক ভোরে টিকা নিয়ে লাইন পড়ছে আবার কোথাও রাত থেকে। তবে তা সত্বেও টিকা অমিল। আর তাতেই বিক্ষোভ চলছে একাধিক টিকা গ্রহণ কেন্দ্রে।
টিকাতেও দালাল রাজ?
বৃহস্পতিবার শিলিগুড়ির জেলা হাসপাতালে টিকা নিয়ে চলছে দালাল রাজ। এমনই অভিযোগ টিকা নিতে আসা সাধারণ মানুষের৷ ভোর থেকেও লাইনে দাঁড়িয়ে মিলছে না কুপন। অথচ পরে এসে অনেকেই তালিকায় নাম লিখিয়ে পেয়ে যাচ্ছেন কুপন। আর সবটাই হচ্ছে দালালদের মাধ্যমে। বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে এমনই অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখালেন টিকা নিতে আসা প্রচুর মানুষ। হাসপাতালের মধ্যে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
অভিযোগ কি?
অভিযোগ ভোর ৩ টা থেকে লাইনে দাড়ালেও হাতে গোনা কয়েকজনের টিকার জন্য কুপন দেওয়া হয়েছে। অথচ অপরিচিত এক ব্যক্তি তালিকা তৈরি করেছিলেন। সেখানে ১০০ জনের নাম লেখা হয়েছিল। পরে হাসপাতালের তরফে কিছু কুপন দিয়ে আর কুপন নেই জানিয়ে দেওয়া হয়৷ তারপরই বিক্ষোভ দেখাতে থাকেন লাইনে দাড়িয়ে থাকা অন্যান্যরা। হাসপাতালের জরুরি বিভাগের সামনে চিৎকার জুড়ে দেন।
বাগডোগরাতেও ক্ষোভ
একইসাথে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত আপার বাগডোগরা উচ্চতর বালিকা বিদ্যালয়ের টিকার শিবির করা হয় কিন্তু টিকা না মেলায় একদিন এলাকাবাসীরা ক্ষুদ্ধ হয়ে বাগডোগরায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
৫ নম্বর ওয়ার্ডেও বিক্ষোভ
অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৫ নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার পুরনিগমের ১০ নং পৌর স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।