Advertisement

আপনার দুর্গাপুজোর সেরা স্মৃতি কী? লেখা বা ভিডিও পাঠান, প্রকাশিত হবে bangla.aajtak.in -এ

এই প্রথম গোটা দেশের আপামর বাঙালি পড়বেন আপনার পুজোর স্মৃতি। দেদার শেয়ারও করতে পারবেন। এখন প্রশ্ন হল, কীভাবে ও কোথায় পাঠাবেন?

পুজোর গপ্পো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2023,
  • अपडेटेड 12:52 PM IST

দুর্গাপুজো আসছে। বাঙালির প্রাণের উত্‍সব। দুর্গাপুজো মানে একরাশ স্মৃতি। ছেলেবেলার একরকম স্মৃতি। কৈশোরের স্মৃতি আরেক রকম। যৌবনের অন্যরকম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথায় গিজগিজ করে কতশত স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় আলগোছে অনেকে লিখে থাকেন। কিন্তু এই প্রথম আপনার পুজোর স্মৃতি ছেয়ে যাবে ইন্টারনেটজুড়ে। আপনার জন্য bangla.aajtak.in প্ল্যাটফর্ম খোলা রইল। আপনার লেখা, ভিডিও ও ছবি সহ প্রকাশ করব আমরা।

এই প্রথম গোটা দেশের আপামর বাঙালি পড়বেন আপনার পুজোর স্মৃতি। দেদার শেয়ারও করতে পারবেন। এখন প্রশ্ন হল, কীভাবে ও কোথায় পাঠাবেন?

পুজোর স্মৃতির লেখা বা ভিডিও কীভাবে পাঠাবেন?

ই-মেল করতে পারেন আমাদের। অথবা হোয়াটসঅ্যাপ-এও পাঠাতে পারেন লেখা। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হল, ৮৫৮৮৮০৬৩৬৯। অথবা ই মেল করুন atbanglaopinion@gmail.com এই মেল আইডিতে। সঙ্গে অবশ্যই আপনার একটি ছবি পাঠাবেন। লেখা বা ভিডিও প্রকাশিত হবে আপনার ছবি দিয়েই।

পুজোর গপ্পো

কত শব্দের লেখা?

শব্দসংখ্যা কোনও নির্দিষ্ট নেই। যত ইচ্ছে লিখতে পারেন। 

তাহলে আর দেরি কিসের।  পুজো ঘিরে কত স্মৃতিই তো মাথায় ঘোরাফেরা করে। লিখে ফেলুন। আপনার 'পুজোর গপ্পো' পড়বেন আমাদের ৬০ লক্ষ ইউজার। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement