আজ, শুক্রবার দ্বিতীয়া। পুজো (Durga Puja) শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বড় পুজোগুলিতে হয়ে গেছে উদ্বোধন। পঞ্চমী থেকে পুরোদমে প্যান্ডেলে ভিড় জমাবেন দর্শনার্থীরা। তার আগে দ্বিতীয়ায় কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে প্রকাশিত হল পুজোর গাইড ম্যাপ। সেই সঙ্গে ট্রাফিক বুলেটিনও প্রকাশ করা হল। শুক্রবার দুপুরে লালবাজারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র, জয়েন্ট কমিশনার ট্রাফিক, ডিসি ট্রাফিক সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। গত ১ বছরের পথ দুর্ঘটনা থেকে শুরু করে ট্রাফিকের সার্বিক উন্নতির তথ্য থাকবে।
এই বছর ৫০০০ এর বেশি পুলিশ রাস্তায় থাকবে, বলে জানানো হয়েছে। সরকারি নির্দেশিকা মেনেই হবে পুজো। সেখানে বাচ্চাদের প্রবেশ নিয়েও সতর্ক কলকাতা পুলিশ। বাচ্চাদের জন্য ব্যাচ করা হয়েছে কলকাতা পুলিশ এর তরফ থেকে। গাইড ম্যাপে সব পুজো মণ্ডপের তথ্য থাকবে। নাইট কারফিউ উঠে যাওয়ার জন্য অনেক মানুষ রাস্তায় বেরোবে, সেই জন্য কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।
রইল কলকাতা পুলিশের প্রকাশিত পুজোর গাইড ম্যাপ-
কোভিডের বিধিনিষেধ শিথিল করা হয়েছে এবারের পুজোয়। দুটি ভ্যাকসিন নেওয়া থাকলেই মণ্ডপে প্রবেশ, সিঁদুর খেলা, অঞ্জলির অনুমতি মিলবে। পুজো কর্তৃপক্ষদের এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র এ প্রসঙ্গে জানান,"চতুর্থী থেকেই প্রস্তুতি জোরদার করা হবে। পুজোর আগে ছুটির দিনেও পুলিশ বেশি নামানো হবে। এবছর বিধি নিষেধ শিথিল হওয়ায় ভিড় বাড়বে। তবে আমাদের তরফে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।"