Advertisement

Madhyamik Exam 2024: মাধ্যমিকের সময় এই স্টেশনগুলিতে দাঁড়াবে বাড়তি ট্রেন, টাইমটেবিল রইল

শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বঘ্নে দিতে পারেন পড়ুয়ারা, তার জন্য বিশেষ ব্যবস্থা করল পূর্ব রেল। পরীক্ষার দিনগুলিতে একটি নির্দিষ্ট সময়ে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে কয়েকটি স্টেশনে অতিরিক্ত লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ পূর্ব রেলের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2024,
  • अपडेटेड 12:09 AM IST
  • শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
  • শিয়ালদা ডিভিশনে কয়েকটি স্টেশনে অতিরিক্ত লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে।
  • পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। 

শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বঘ্নে দিতে পারেন পড়ুয়ারা, তার জন্য বিশেষ ব্যবস্থা করল পূর্ব রেল। পরীক্ষার দিনগুলিতে একটি নির্দিষ্ট সময়ে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে কয়েকটি স্টেশনে অতিরিক্ত লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে। পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। 

রেল সূত্রে খবর, পরীক্ষার দিনগুলিতে সকাল ৮টা থেকে পৌনে ১০টা এবং দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা এবং শিয়ালদা-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় জালালখালি হল্ট স্টেশন, বারাসত-বনগাঁ শাখায় সনহাটি, বিভূতি ভূষণ হল্ট স্টেশনে এই সময়ের মধ্যে কয়েকটি লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে। 

কোন কোন ট্রেন কখন কোন স্টেশনে দাঁড়াবে, জেনে নিন...

* জালালখালিতে সকাল ৮টা ২২ মিনিটে দাঁড়াবে শিয়ালদা-কৃষ্ণনগর সিটি। 
* সকাল ৮টা ২২ মিনিটে পলতায় দাঁড়াবে শিয়ালদা-কৃষ্ণনগর সিটি, জগদ্দলে দাঁড়াবে সকাল ৮টা ২৯ মিনিটে, কাঁকিনাড়ায় দাঁড়বে সকাল ৮টা ৪২ মিনিটে। 
* জগদ্দলে সকাল ৮টা ৫৬ মিনিটে দাঁড়াবে শিয়ালদা-কাটোয়া লোকাল। কাঁকিনাড়ায় এই ট্রেন দাঁড়বে সকাল ৮টা ৫৮ মিনিটে। 

* সকাল ৯টা ১ মিনিটে বিভূতি ভূষণ হল্টে দাঁড়াবে শিয়ালদা-বনগাঁ লোকাল। 

* সকাল ৯টা ৬ মিনিটে সনহাটিতে দাঁড়াবে বারাসত-বনগাঁ লোকাল। সকাল ৯টা ২৯ মিনিটে বিভূতি ভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। 

* দুপুর ১টা ৫ মিনিটে জালালখালিতে দাঁড়াবে শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল। 

*পলতায় দুপুর ১টা ১৩ মিনিটে দাঁড়াবে শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার। এই ট্রেন জগদ্দলে দাঁড়াবে দুপুর ১টা ২০ মিনিটে। কাঁকিনাড়ায় দাঁড়াবে দুপুর ১টা ২৮ মিনিটে। পায়রাডাঙায় দাঁড়াবে দুপুর ২টো ১৪ মিনিটে। 

* দুপুর ১টা ৩৮ মিনিটে জালালখালিতে দাঁড়াবে রানাঘাট-লালগোলা। 

Advertisement

* দুপুর ১টা ৪৭ মিনিটে জগদ্দলে দাঁড়াবে শিয়ালদা-শান্তিপুর লোকাল। 

* দুপুর ২টো ১৭ মিনিটে জালালখালিতে দাঁড়াবে শিয়ালদা-কৃষ্ণনগর। 

* সকাল ৮টা ১৫ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে রানাঘাট-শিয়ালদা মেমু স্পেশাল। এই ট্রেন জগদ্দলে দাঁড়াবে সকাল ৮টা ১৭ মিনিটে। পলতায় দাঁড়াবে সকাল ৮টা ২৫ মিনিটে। 

* সকাল ৮টা ২৪ মিনিটে জগদ্দলে দাঁড়াবে কৃষ্ণনগর সিটি-শিয়ালদা। পলতায় দাঁড়াবে সকাল ৮টা ৩৪ মিনিটে। 

* সকাল ৮টা ৪৪ মিনিটে জালালখালিতে দাঁড়াবে কৃষ্ণনগর-শিয়ালদা লেডিজ স্পেশাল। 
* সকাল ৮টা ৫৬ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে গেদে-শিয়ালদা লোকাল। এই ট্রেন সকাল ৮টা ৫৯ মিনিটে দাঁড়াবে জগদ্দলে। 
* সকাল ৯টা ৪ মিনিটে জালালখালিতে দাঁড়াবে কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল। 
* সকাল ৯টা ৭ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার। সকাল ৯টা ৯ মিনিটে এই ট্রেন দাঁড়াবে জগদ্দলে। পলতায় এই ট্রেন দাঁড়াবে সকাল ৯টা ১৬ মিনিটে।
 
* সকাল ৯টা ৩৩ মিনিটে বিভূতি ভূষণ হল্টে দাঁড়াবে বনগাঁ-বারাসত লোকাল। 

* দুপুর ১টা ২৩ মিনিটে জগদ্দলে দাঁড়াবে কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল। 

* দুপুর ১টা ২২ মিনিটে পায়রাডাঙায় দাঁড়াবে লালগোলা-শিয়ালদা স্পেশাল। কাঁকিনাড়ায় এই ট্রেন দাঁড়াবে দুপুর ২টো ৮ মিনিটে। জগদ্দলে এই ট্রেন দাঁড়াবে দুপুর ২টো ১০ মিনিটে। পলতায় এই ট্রেন দাঁড়াবে ২ টো ২১ মিনিটে। 

* দুপুর ২টো ১৮ মিনিটে বিভূতি ভূষণ হল্টে দাঁড়াবে বনগাঁ-শিয়ালদা লোকাল। 

* দুপুর ২টো ১৯ মিনিটে জালালখালিতে দাঁড়াবে কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement