শুক্রবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে পদ থেকে বরখাস্ত করার দাবি তুলে রাজ্য বিজেপি নেতৃত্ব বিধানসভার চত্বরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতারা হাতে গীতা নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। ফিরহাদ হাকিমের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এই বিরোধিতা তৈরি হয়।
এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারীরা দাবি করেন, ফিরহাদ হাকিমের মন্তব্য রাজ্যের মধ্যে বিভাজন ও উস্কানি তৈরি করতে পারে। সেই কারণেই তাঁকে মন্ত্রিসভা থেকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। বিজেপি বিধায়করা বিধানসভার অধিবেশন শুরু হলে কক্ষে স্লোগান তোলেন এবং মুলতুবি প্রস্তাব আনে। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব নাকচ করে দেন।
স্পিকারের এই সিদ্ধান্তের পর বিজেপি বিধায়করা বিধানসভার কক্ষে এক মিনিট স্লোগান দিয়ে বাইরে বেরিয়ে আসেন।
বিধানসভার বাইরে এসে তারা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ঘোষণা করেন যে, যতদিন না মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ততদিন বিজেপি বিধায়করা মন্ত্রিসভার কোনও প্রশ্নোত্তরে অংশগ্রহণ করবেন না। বিজেপির দাবি, ফিরহাদ হাকিমের মন্তব্য রাজ্যের সম্প্রীতি ও শান্তি নষ্ট করতে পারে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ফিরহাদ হাকিমের মন্তব্যের নিন্দা করেছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি 'বাংলা ডট আজতক ডট ইন' করা হয়নি।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে রাজনৈতিক মহল মনে করছে যে, এই বিরোধিতা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিজেপি সূত্রে খবর, সরকারের বিরুদ্ধে এই আন্দোলন চলবে। এবং ফিরহাদ হাকিমকে বরখাস্ত না করা পর্যন্ত তারা বিধানসভার কার্যক্রমে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করবেন না।