মদ্যপ অবস্থায় আলিপুরদুয়ারের (Alipurduar) মহকুমাশাসককে (ADM) অকথ্য ভাষায় গালিগালাজ এবং নিগৃহীত করার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার ও তিন স্বাস্থ্যকর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার প্রশাসনিক মহলে। অভিযুক্ত চারজনকেই তাদের কাজ থেকে সাসপেন্ড করা হবে বলে জানিয়েছেন মহকুমাশাসক।
জানা গিয়েছে, কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া থেকে পরিবারকে নিয়ে জেলা শহরে যাচ্ছিলেন মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য। ঠিক সেই সময় তাঁর গাড়ি ওভারটেক করে একটি বিলাসবহুল গাড়ি। অভিযোগ, সেই গাড়িতে ছিল চারজন, তারা মহকুমাশাসককে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করে। এমনকী মহকুমাশাসকের পরিচয় জানার পরেও তারা নিজেদের ভুল স্বীকার করেননি। পরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মহকুমাশাসক জানিয়েছেন, এই ঘটনায় যুক্ত যশোডাঙ্গা হাসপাতালের ৩ জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে একজন আবার চক্ষু বিশেষজ্ঞ, এবং অপরজন ফার্মাসিস্ট। এছাড়াও একজন সিভিক ভল্যান্টিয়ার। এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন প্রিয়দর্শিনী ভট্টাচার্য।
এদিকে আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন, তিনি এই ঘটনার বিষয়ে কিছু জানেন না। খোঁজ নিয়ে দেখছেন। পাশাপাশি আলিপুরদুয়ারের আইসি জানান মহকুমাশাসকের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় চারজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। জেলার একমাত্র মহিলা মহকুমাশাসকের সঙ্গে এই ঘটনায়, আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে ফোন করা হলে তিনি অবশ্য ফোন ধরেনি।