তৃণমূলে (TMC) যোগদানের পর কলকাতা থেকে আলিপুরদুয়ারে ফিরেই রাজ্যের বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিজ্ঞার বিধানসভা এলাকায় বিজেপিতে (BJP) ভাঙ্গন ধরানোর হুঁশিয়ারি দিলেন প্রাক্তন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বঞ্চনা এবং সাংসদ জন বার্লার বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করে সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি।
এদিন আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনি ব্লকে নিজের বাড়িতে ফেরার আগে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে যান গঙ্গাপ্রসাদ শর্মা (Ganga Prasad Sharma)। সেখানে তৃণমূল কর্মীরা তাঁকে সংবর্ধনা জানান। এদিন তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী। গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, "এতদিন দল করে আসছি। অথচ দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব জেলার নেতাদের যোগ্য সন্মান দেন না। গত লোকসভা এবং সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় বিজেপির ফলাফল সবচেয়ে ভাল হয়েছে। তবুও কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সম্মান দেওয়া হয়নি।" এরপরেই তাঁর চ্যালেঞ্জ, "এবার বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব দেখতে পাবেন দলের শোচনীয় অবস্থা।"
এদিন জন বার্লার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন বিজেপির সদ্য প্রাক্তন জেলা সভাপতি। তিনি বলেন, "দলের সাংসদ কোনও কাজ করতে না পেরে বাংলা ভাগের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন। সাংসদের এই পরিকল্পনার কথাও কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বকে বলে কোনও লাভ হয়নি। বিজেপি নেতৃত্ব সাংসদের বাংলা ভাগের চক্রান্তে মদত দিচ্ছেন।" গঙ্গাপ্রসাদ আরও বলেন, "বিজেপিতে এখন আর নিয়ম শৃঙ্খলা নেই। অপমান সহ্য করে ওই দলে থাকা অসম্ভব। তাই উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে কাজ করবো।" তবে আলিপুরদুয়ারের ৫ বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদান করবেন কি না সেই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেননি তিনি।