Advertisement

গোবরডাঙায় যমুনা নদীতে পড়লেন যুবক, ১৭ ঘণ্টা পর দেহ উদ্ধার, সুইসাইড নাকি খুন?

বছর চব্বিশের ওই যুবকের নাম বিশ্বজিৎ সরকার। তিনি অখিল পল্লী এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় কেউ কেউ ওই যুবককে রেল ব্রিজ থেকে স্থানীয় যমুনা নদীতে ঝাঁপ দিতে দেখেন। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। 

নদীতে তল্লাশি চালিয়ে দেহ উদ্ধার
দীপক দেবনাথ
  • উত্তর ২৪ পরগনা,
  • 29 Nov 2021,
  • अपडेटेड 11:10 AM IST
  • নদী থেকে যুবকের দেহ উদ্ধার
  • প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার দেহ
  • উত্তর ২৪ পরগনার গোবরডাঙার ঘটনা

ব্রিজ থেকে নদীতে পড়ল যুবক। প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার হল দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার অখিল পল্লী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

জানা গিয়েছে, বছর চব্বিশের ওই যুবকের নাম বিশ্বজিৎ সরকার। তিনি অখিল পল্লী এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় কেউ কেউ ওই যুবককে রেল ব্রিজ থেকে স্থানীয় যমুনা নদীতে ঝাঁপ দিতে দেখেন। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। 

নদী থেকে দেহ উদ্ধার

যদিও বিশ্বজিৎ নদীতে ঝাঁপ দিয়েছেন, এই কথা মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, বিশ্বজিৎ সাঁতার জানতেন না। সেক্ষত্রে বিশ্বজিৎকে কেউ বা কারা ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছে বলেই অভিযোগ পরিবারে। 

নদী থেকে দেহ উদ্ধার

এদিকে ঘটনার কথা জানতে পেরে, রাতেই ওই যুবককে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, ডুবুরি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দল। নদীতে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পরেও কোনও সন্ধান পাওয়া যায়নি তাঁর। এরপর সোমবার সকালে ফের শুরু হয় তল্লাশি। অবশেষে উদ্ধার হয় দেহ। ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement