সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সরাসরি ভিডিওর মাধ্যমে বার্তাও দিলেন রাজ্যপাল। সন্দেশখালির অশান্ত পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
শনিবার রাতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় সিভি আনন্দ বোস বলেন, 'সভ্য সমাজে কতটা খারাপ ঘটনা ঘটতে পারে তা সন্দেশখালিতে দেখা যাচ্ছে। নারীদের নির্যাতন করা হচ্ছে। গুন্ডারাজ চলছে। নির্বাচিত সরকারকে শান্তি ফেরাতে দ্রত ব্যবস্থা নিতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আইনকে কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। গুন্ডারাজ বন্ধ করতে হবে। আর সেটা বন্ধ করতে সরকারকেই দায়িত্ব নিতে হবে।'
এরপর রাজ্যপাল জানান, এই বিষয়ে রাজ্য সরকারের রিপোর্টের অপেক্ষা করছেন তিনি। সন্দেশখালির শান্তি ফেরানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উল্লেখ্য, শনিবারই সন্দেশখালির প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিয়ে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সোমবার ১৪৪ ধারা ভাঙতে সন্দেশখালি যাবেন তাঁরা। তিনি বলেন, 'আমাদের গ্রেফতার করুক। দেখি কত ক্ষমতা ওদের।' সন্দেশখালিতে পুলিশের বিরুদ্ধে 'এলাকা দখলে'র অভিযোগও তোলেন শুভেন্দু অধিকারী।
এরপর রাজভবনে যান শুভেন্দু অধিকারী। যদিও সেখানে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেখা পাননি তাঁরা। তবে রাজ্যপালের কাছে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে পদক্ষেপের আর্জি জানান শুভেন্দু। এরপরেই শনিবার সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করেন রাজ্যপাল।
শনিবার সকালেও সন্দেশখালির সিতুলিয়া গ্রামে নতুন করে অশান্তি ছড়ায় বলে অভিযোগ। রাতে এক গ্রামবাসীর বাড়িতে হামলা চালানো হয় বলে দাবি করেছেন বিক্ষোভকারী মহিলারা। তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারির দাবি তুলেছেন গ্রামবাসীদের একাংশ।