সামান্য বা উপসর্গহীন কোভিড রোগীদের জন্য নতুন গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই নির্দেশিকা শুধু মাত্র তাঁদের জন্য প্রযোজ্য যারা হোম আইসোলেশনে রয়েছেন।
কাদের ধরা হবে উপসর্গহীন মাইল্ড কেস?
যাদের কোভিড রিপোর্ট পজিটিভ অথচ উপসর্গ নেই তাঁদের মাইল্ড কেস ধরা হবে। অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯৪ শতাংশের বেশি থাকতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে-
- করোনার উপসর্গ দেখা দিলেই রোগীকে পরিবারের সদস্যদের থেকে দূরে থাকতে হবে। কম করে ১০ দিন তাঁকে আইসোলেট থাকতে হবে। আইসোলেশনে থাকার শেষ ৩ দিন যদি জ্বর না আসে তাহলে চিন্তার কোনও কারণ নেই। সেক্ষেত্রে টেস্ট না করালেও চলবে।
- হোম আইসোলেশনে থাকার সময় ডাক্তারের সঙ্গে রোগীকে যোগাযোগ রেখে চলতে হবে।
- যাদের বয়স ৬০ এর বেশি। বা শরীরে আগে থেকে কোনও অসুখ বাসা বেঁধে আছে, তাঁদের বেশি সচেতন থাকতে হবে। করোনার উপসর্গ দেখা দিলে, তাঁদের চিকিৎসার প্রয়োজন পড়তে পারে।
- রোগীকে প্যারাসেটিমল ৬৫০ খেতে হবে। দিনে ৪ বার। তারপরও যদি জ্বর না কমে তাহলে চিকিৎসকের পরামর্শ মানতেই হবে।
- নিয়ম করে দিনে ২ বার গরম জলে গার্গেল ও উষ্ণ গরম জলে ভাপ নেওয়াটা বাধ্যতামূলক।
- কোনও কারণে অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করাতে হবে। শ্বাসকষ্টের ক্ষেত্রে একদমই ঝুঁকি নেওয়া ঠিক নয়। ট্রিটিং ফিজিশায়িনের তত্বাবধানে এই কাজ করতে হবে।
- সামান্য কোভিডের ক্ষেত্রে স্টেরয়েড নেওয়া একদমই উচিত নয়। তবে জ্বর বা কাশি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কম মাত্রার ওরাল স্টেরয়েড নেওয়া যেতে পারে।