Advertisement

হাবড়ায় রেল লাইনে উদ্ধার যুবকের দেহ, পরিবারের দাবি খুন

মৃত যুবকের নাম সুমন সাহা। বয়স ২৫। রেলের এক কন্ট্রাক্টরের অধীনে হাওড়ার লিলুয়ায় সাফাইকর্মী হিসেবে কাজ করতেন তিনি। মঙ্গলবার রাতে বন্ধুর বাড়ির কালীপুজোয় যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন সুমন। এরপর বুধবার সকালে বাড়ির পাশেই রেল লাইনের মাঝে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। 

প্রতীকী ছবি
দীপক দেবনাথ
  • হাবড়া,
  • 22 Dec 2021,
  • अपडेटेड 4:42 PM IST
  • রেল লাইন থেকে উদ্ধার দেহ
  • মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন
  • ঘটনাস্থলের একটু দূরেই মিলল মদের বোতল ও গ্লাস

রেল লাইন থেকে উদ্ধার যুবকের দেহ। মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া ইতিনা নতুন রেল কলোনি এলাকায়। পরিবারের দাবি, খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুমন সাহা। বয়স ২৫। রেলের এক কন্ট্রাক্টরের অধীনে হাওড়ার লিলুয়ায় সাফাইকর্মী হিসেবে কাজ করতেন তিনি। মঙ্গলবার রাতে বন্ধুর বাড়ির কালীপুজোয় যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন সুমন। এরপর বুধবার সকালে বাড়ির পাশেই রেল লাইনের মাঝে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। 

মৃতের দেহে বেশকিছু আঘাতের চিহ্ন ছিল বলে দাবি পরিবারের। এক্ষেত্রে সুমনকে খুন করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে বলেই দাবি পরিবারের সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ জিআরপি। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। 

জানা যাচ্ছে, ঘটনাস্থলের একটু দূরেই পড়ে থাকতে দেখা গিয়োছে মদের বোতল ও গ্লাস। সেক্ষেত্রে এটি খুন নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে রেল পুলিশ। ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement