Advertisement

টানা বৃষ্টিতে ভাঙল গোয়ালের দেওয়াল, চন্দ্রকোণায় চাপা পড়ে মৃত মহিলা

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে অতি ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে। আর এই বৃষ্টিই ডেকে নিয়ে এল বিপদ।

পশ্চিম মেদিনীপুরে গরুর খাবার দিতে গিয়ে মৃত্যু মহিলার
শাজাহান আলী
  • চন্দ্রকোণা,
  • 29 Sep 2021,
  • अपडेटेड 10:58 AM IST
  • নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে
  • আর তাতেই ঘটছে একের পর এক বিপত্তি
  • পশ্চিম মেদিনীপুরে গরুর খাবার দিতে গিয়ে মৃত্যু মহিলার

নিম্নচাপের প্রভাবে শহর কলকাতায় রাতভর চলেছে বৃষ্টি। বুধবার সকালেও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং এদিন দিনভর এমন আবহাওয়াই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে অতি ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে। আর এই বৃষ্টিই ডেকে নিয়ে এল বিপদ। চন্দ্রকোণা  টাউনে গরুকে খাবার দিতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার।

 

 

বুধবার সাতসকালেই এই দুঃখজনক ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোণা টাউন থানার অন্তর্গত করঞ্জি গ্রামে ঘটনাটি ঘটেছে। গোয়ালের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম প্রতিমা বাগ(৩৭)। 

 

 

পরিবারের লোকজন সূত্র জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে থাকা মাটির গোয়াল ঘরে ঢুকে ছিলেন প্রতিমাদেবী। গৃহপালিত গরুর খাবারের ব্যবস্থা করতেই গোয়ালে যান তিনি। এদিকে ঠিক তখনই রাতের বৃষ্টিতে ভিজে থাকা দেওয়াল হুরমুড়িয়ে পড়ে। আর তার নীচেই চাপা পড়ে যান প্রতিমা বাগ। প্রতিবেশী ও পরিবারের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি।  দেওয়ালের চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর  মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাতভর বৃষ্টির কারণে ওই মাটির পুরনো গোয়াল ঘরের দেওয়াল ভিজেছিল। তা থেকেই এই দুর্ঘটনা। এদিকে গত ৩ সপ্তাহে প্রবল বর্ষণ জনিত কারণে মাটির দেওয়াল চাপা পড়া ও অন্যান্যভাবে মোট ১৭ জনের মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলায়।
 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement