Amartya Sen's Land Issue: হাইকোর্টের রায়ে আপাতত স্বস্তি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলার শুনানিতে নির্দেশ দেয়, জেলা আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে পদক্ষেপ করা যাবে না। বিশ্বভারতী কর্তৃপক্ষ আর কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আগামী ৬মে তিনি নিজের বাড়িতেই থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
এরপর আগামী ১০ মে বেলা ২টোয় জেলা আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা। বিশ্বভারতীর যুগ্ম রেজিস্ট্রার এবং এস্টেট অফিসার আগামী ৬ মে বিশ্বভারতীর জায়গা ফাঁকা করার জন্য নোটিস পাঠায়। সেই নোটিসে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
গত ১৯ এপ্রিল ১৫ দিনের মধ্যে প্রতীচী ছাড়ার কথা বলে নোটিশ পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে সই করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর।
প্রসঙ্গত, বিশ্বভারতীতে জমিজট বিতর্কে নোবেল জয়ী অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিশ গত মার্চেই দিয়েছিল বিশ্ববিদ্যালয়। নোটিসে ১৩ ডেসিমেল জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নোটিশের আইনি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠিও লিখেছিলেম অমর্ত্য সেন। আর তারই জবাবে এবার ১৫ দিনের মধ্যে প্রতীচী ছাড়তে বলে বুধবার নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই নোটিশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ে প্রতীচী না ছাড়লে, প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে নোটিশে জানানো হয়, যে প্রতীচীর জমির লিজ বাতিলের সিদ্ধান্ত নেয় তারা।