Advertisement

গীতাপাঠের দিনেই TET, দিলীপ ঘোষের তারিখ বদলের আর্জি খারিজ আদালতের

গীতাপাঠের দিনেই টেট হবে। পরীক্ষার তারিখ বদল করা হবে না। টেট পরীক্ষার তারিখ বদলের জন্য কলকাতা হাইকোর্টে আর্জি করেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু মঙ্গলবার পরীক্ষার তারিখ পাল্টানোর আর্জি খারিজ করে দিল আদালত। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, নির্ধারিত দিনেই টেট হবে।

ব্রিগেডে গীতাপাঠের দিনই টেট পরীক্ষা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2023,
  • अपडेटेड 4:37 PM IST
  • গীতাপাঠের দিনেই টেট হবে। পরীক্ষার তারিখ বদল করা হবে না।
  • টেট পরীক্ষার তারিখ বদলের জন্য কলকাতা হাইকোর্টে আর্জি করেছিলেন দিলীপ ঘোষ।
  • কিন্তু মঙ্গলবার পরীক্ষার তারিখ পাল্টানোর আর্জি খারিজ করে দিল আদালত। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, নির্ধারিত দিনেই টেট হবে।

গীতাপাঠের দিনেই টেট হবে। পরীক্ষার তারিখ বদল করা হবে না। টেট পরীক্ষার তারিখ বদলের জন্য কলকাতা হাইকোর্টে আর্জি করেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু মঙ্গলবার পরীক্ষার তারিখ পাল্টানোর আর্জি খারিজ করে দিল আদালত। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, নির্ধারিত দিনেই টেট হবে।

২৪ ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠের কর্মসূচির জন্য ভিড়, যানজটের সম্ভাবনা। এদিকে সেইদিনই TET (প্রাথমিকে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা) পরীক্ষার তারিখ ফেলা হয় রাজ্যে। রাস্তায় সমস্যায় পড়তে পারেন টেট পরীক্ষার্থীরা। সেই মর্মেই তারিখ বদলের আর্জি করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। যানজটের সমস্যার বিষয়টি যদিও বিবেচনা করেছে আদালত।

মঙ্গলবার বেঞ্চ জানায়, কলকাতা পুলিশকে যানজট সমস্যা দূর করতে হবে। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার সুপারিশ করেছে আদালত। এর পাশাপাশি রাস্তায় যাতে পর্যাপ্ত সংখ্যক বাস থাকে, সেই বিষয়ে পরিবহণ দফতরকে নজর রাখতে হবে। কলকাতায় TET-এর মোট ৫টি পরীক্ষাকেন্দ্র পড়েছে। এদিকে সারা রাজ্যে পরীক্ষাকেন্দ্র ৭৭০-এরও বেশি। ফলে ৫টি কেন্দ্রের জন্য় সম্পূর্ণ রাজ্যের টেট পরীক্ষার তারিখ বদল করার পক্ষে রায় দেয়নি আদালত। তবে কলকাতায় ৫টি কেন্দ্রে যেতেও যাতে পরীক্ষার্থীদের সমস্যা না হয়, সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বেঞ্চ। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement