Advertisement

Hilsa Fish Price: এত বড় সত্যি! দামোদরে জালে উঠল ১ কেজির ইলিশ, দাম জানলে চমকে যাবেন

দোরগোড়ায় পুজো। আর দুর্গাপুজো মানেই উৎসব। এই শ্রেষ্ঠ উৎসব বাঙালির কাছে পেটপুজোও বটে। কারণ পুজো মানেই ভুরিভোজ। পুজোর ক'দিন সকলেই চান এলাহি খাওয়াদাওয়া। বাঙালির পার্বণে পছন্দের খাবারের মধ্যে অন্যতম হল ইলিশ মাছ। পুজোর মুখে বাজার এল ইলিশ। 

বাজারে এল ১ কেজি ইলিশ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2024,
  • अपडेटेड 6:19 PM IST
  • বাঙালির পার্বণে পছন্দের খাবারের মধ্যে অন্যতম হল ইলিশ মাছ।
  • পুজোর মুখে বাজার এল ইলিশ। 
  • দামোদর নদ থেকে মৎস্যজীবীদের জালে ধরা পরল এই প্রথম এক কেজি সাইজের একটি ইলিশ।

দোরগোড়ায় পুজো। আর দুর্গাপুজো মানেই উৎসব। এই শ্রেষ্ঠ উৎসব বাঙালির কাছে পেটপুজোও বটে। কারণ পুজো মানেই ভুরিভোজ। পুজোর ক'দিন সকলেই চান এলাহি খাওয়াদাওয়া। বাঙালির পার্বণে পছন্দের খাবারের মধ্যে অন্যতম হল ইলিশ মাছ। পুজোর মুখে বাজার এল ইলিশ। 

বর্ধমানের জামালপুরের দামোদর নদ থেকে মৎস্যজীবীদের জালে ধরা পরল এই প্রথম এক কেজি সাইজের একটি ইলিশ। যা দেখতে ভিড় জমালেন বহু মানুষ। 

জানা গিয়েছে, শুক্রবার ১ কেজি ইলিশ ধরেন এক মৎস্যজীবী। ডিভিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছিল দামোদরের বিস্তীর্ণ এলাকা। ভেসে গিয়েছিল জামালপুর। আর এই জল ছাড়ার ফলে দামোদর নদে ঢুকে পড়ে ইলিশ। শেষে মৎস্যজীবীদের জালে ধরা পরল এক কেজি সাইজের ইলিশ। 

জামালপুরের মাছ বাজারে ইলিশটি আনা হয়। বাজারে ইলিশ আসতেই দাম চড়তে থাকে।ওই মৎস্যজীবী জামালপুর বাসস্ট্যান্ড বাজারে ইলিশটি নিয়ে যান। সেখানে দাম উঠেছে ২ হাজার ১০০ টাকা।  

কিছু দিন আগেই, পুজোর উপহার হিসেবে এপার বাংলায় ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ। সেই ইলিশ বাজারে রয়েছে। পুজোর আগে ইলিশের আগমনে অনেকের মুখেই হাসি ফুটেছে। তবে দাম বেশি হওয়ায়, তা সাধারণের সাধ্যের বাইরে। 

গত মাসের শেষ সপ্তাহে রাজ্যের বাজারে ঢুকেছে বাংলাদেশের ইলিশ। দীর্ঘ অপেক্ষার পর এসেছে পদ্মার ইলিশ। ভারতের পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছয় ইলিশ। সমস্ত রাজনৈতিক জটিলতা কাটিয়ে বেনাপোল সীমান্ত পেরিয়ে ইলিশ পৌঁছয় এ দেশে। হাওড়ার পাইকারি বাজারে এক কেজি ইলিশের দাম ১৪৫০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম কমবেশি বাড়তে বা কমতে পারে। বাংলাদেশ থেকে মোট ৪০ মেট্রিক টন ইলিশ এসেছে। ফলে পুজোর মুখে ইলিশের চাহিদা অনুযায়ী জোগান ভালোই থাকবে। ভারতীয় ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রথম চালানে দু'টি ট্রাকে মোট ৮ টন ইলিশ আসে ভারতে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement