Advertisement

Tmc Worker Killed: দেহে আঘাতের চিহ্ন, আমতায় উদ্ধার TMC কর্মীর দেহ; খুনের অভিযোগ

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই জেলায় জেলায় অশান্তির খবর বাড়ছে। এর মাঝেই সাতসকালে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার আমতার চাটরা-মোল্লাপাড়ায়। জানা যাচ্ছে, মৃত তৃণমূল কর্মীর নাম লাল্টু মিদ্যা (৩৩)। সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • আমতা,
  • 08 Jan 2023,
  • अपडेटेड 2:51 PM IST


পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই জেলায় জেলায় অশান্তির খবর বাড়ছে। এর মাঝেই  সাতসকালে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার আমতার চাটরা-মোল্লাপাড়ায়। জানা যাচ্ছে, মৃত তৃণমূল কর্মীর নাম লাল্টু মিদ্যা (৩৩)। সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

রবিবার সকালে বাড়ির সামনের পুকুর থেকে উদ্ধার হয়েছে  তৃণমূল কর্মী লাল্টু মিদ্যার দেহ। আমতা থানার চন্দ্রপুর পঞ্চায়েতের চাটরা মোল্লাপাড়া এলাকায় এই ঘটনাকে ঘিরে স্বাভাবিক ভাবেই  ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে আমতার চন্দ্রপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটা নাগাদ টোটো চালিয়ে বাড়ি ফেরেন  লাল্টু মিদ্যা। বাড়িতে  খাওয়াদাওয়াও সেরে  বন্ধুদের সঙ্গে অদূরেই একটা ফাঁকা জায়গায় আগুন পোহাতে যান। রাতে বাড়ি না ফেরায়  পরিবারের তরফে  খোঁজখবর শুরু হয়, পরে থানার দ্বারস্থ হন সকলে। এরই মাঝেই লাল্টুর দেহ পুকুরে দেহ ভেসে উঠতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সেক্ষেত্রে খুন করে দেহ ফেলে দেওয়ার অভিযোগ তুলছে পরিবার। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ,নাকি পুরনো কোনও শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও গ্রামবাসীদের অভিযোগ পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে লালটুকে। তাঁদের অভিযোগ এই খুনের পিছনে সিপিআইএম জড়িত আছে। স্থানীয়দের দাবি, দীর্ঘ দিন ধরে লাল্টু মিদ্যাকে হুমকি দিচ্ছিল সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement