চলন্ত লোকাল ট্রেনে হঠাৎ করেই গুলি। নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কনস্টেবল শুভঙ্কর সাধুখাঁ(৪৪)। এমন ঘটনাই ঘটেছে বর্ধমানের পালসিটে। লোকাল ট্রেনে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই জিআরপি কনস্টেবল। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে বর্ধমানে একটি ভাড়া বাড়িতে থাকতেন শুভঙ্কর। বৃহস্পতিবার রাতের হাওড়া থেকে বর্ধমানের শেষ লোকাল ট্রেনেই ডিউটি ছিল তাঁর। শীতের রাতে ওই ট্রেনে অপেক্ষাকৃত কম যাত্রী ছিল। বৃহস্পতিবার রাতের বর্ধমানের যাওয়ার সময় ট্রেনের মধ্যে আত্মঘাতী হন তিনি। শিউরে ওঠেন হাওড়া বর্ধমান লোকাল ট্রেনের সহযাত্রীরা। দেহটি ইতিমধ্যে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আপ হাওড়া বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন শুভঙ্কর সাধুখাঁ। আচমকাই পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে দেন তিনি। ট্রেনের যাত্রীরা জানাচ্ছেন, তাঁর মোবাইলে একটি ফোন আসে। তারপরই তিনি গুলি চালিয়ে দেন নিজের কপালে। জানা গিয়েছে, শুভঙ্করের বাড়ি বর্ধমানের বড়নীলপুরে। রেলের তরফে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানানো হচ্ছে, ব্যক্তিগত কারণেই কোনওভাবে মানসিক অবসাদে ছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
রেলের সুরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিই কেন হঠাৎ বেছে নিলেন আত্মহননের পথ? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই বর্ধমান জিআরপি তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।