তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হেলিকপ্টারে আয়কর তল্লাশি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। নববর্ষের প্রথমদিন অর্থাত্ রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালায় আয়কর বিভাগ। X হ্যান্ডেলে অভিষেক দাবি করেছেন, কোনও লাভ হয়নি। কিছুই পাওয়া যায়নি। তৃণমূলের তরফে মন্ত্রী শশী পাঁজার কটাক্ষ, তল্লাশিতে এটাই প্রমাণ হল, বিজেপি ভয় পেয়েছে। তাঁর কথায়, 'আজকের তল্লাশি এটাই প্রমাণ করে যে, বিজেপি ভয় পেয়েছে। আজ দেখলাম বাংলায় অভিষেকের চপারে তল্লাশি করতে আয়কর দফতরের আধিকারিকেরা এসেছেন। বিজেপির নির্দেশেই তৃণমূলকে বিরত করা হচ্ছে।'
হেলিকপ্টারে আয়কর হানা, ঠিক কী ঘটেছে?
আজ অর্থাত্ সোমবার হলদিয়া যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। যে হেলিকপ্টারে আজ অভিষেক যাবেন, সেই কপ্টারটি রয়েছে বেহালা ফ্লাইং ক্লাবে। রবিবার দুপুর ১টা নাগাদ অভিষেকের চপারে হানা দেয় আয়কর বিভাগ। এমনই দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক। তিনি লেখেন, 'এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ, কিছুই পাওয়া যায়নি।' গোটা ঘটনায় নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য: আয়কর বিভাগ
আয়কর বিভাগের তরফে যদিও দাবি করা হয়েছে, কোনও রকম এনফোর্সমেন্ট অ্যাকশন ছিল না। তৃণমূল নেতা ওই চপারে ছিলেন না। মালদা থেকে একটি কপ্টার বেহালা ফ্লাইং ক্লাবে এসেছে জানতে পেরে খোঁজখবর নেওয়া হয়। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই স্রেফ রুটিন তল্লাশি। হেলিকপ্টারটির অবতরণের খবর দেয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। সেই মতোই কপ্টারটির বিষয়ে খোঁজ খবর নিতে যায় আয়কর বিভাগ। জানা যায়, দুজন নিরাপত্তারক্ষী ছিলেন কপ্টারে।
হাল্লার রাজার মতো তল্লাশি চালিয়েছেন: কুণাল
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের সময় আয়কর বিভাগের আধিকারিকেরা হাল্লার রাজার মতো তল্লাশি চালিয়েছেন। কেন তল্লাশি, বলতে পারেননি। নিরাপত্তারক্ষীরা ছবি তুলতে যাচ্ছিলেন, তাঁরা দেননি। ঝগড়া করেছেন। কিছু খুঁজে পাননি আধিকারিকেরা। সব ব্যাগ খুলে তছনছ করেছেন। কী হচ্ছে? বাধা দিতে গেলে বলছেন, দেরি করাব। আটকে রাখব।'