Advertisement

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং, লকডাউনের পথে হাঁটল কেরল

দেশে বাড়ছে করোনার সংক্রমণ। গত ১৪ দিন ধরে দেশের দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লক্ষের বেশি। বাড়ছে মৃতের সংখ্যাও।

Ajit Singh
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 May 2021,
  • अपडेटेड 5:12 PM IST
  • দেশে বাড়ছে করোনার সংক্রমণ
  • করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং
  • গতকাল দেশে নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের

দেশে বাড়ছে করোনার সংক্রমণ। গত ১৪ দিন ধরে দেশের দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লক্ষের বেশি। বাড়ছে মৃতের সংখ্যাও। একসময় আমেরিকা ও ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ভারতের থেকে অনেক বেশি ছিল। এখন ওই ২ দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখেরও কম। 

একনজরে দেখে নেব আজকের করোনা পরিস্থিতি- 

  • দিল্লিতে গত ৩ দিনে একলাখেরও বেশি ১৮ ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, আজ জানালেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 
  • দেশে লকডাউন হবে কি না , তা নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ জানাল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, আগেই সুপ্রিম কোর্ট লকডাউন করার পরামর্শ দিয়েছিলে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে। 
  • ভারতীয় পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি শ্রীলঙ্কা সরকারের। ভারতের করোনা পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। 
  • এবার লকডাউনের পথে হাঁটল কেরল সরকার। তাদের তরফে জানানো হয়েছে, আগামী ৮ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত লকডাউন চলবে। 
  • গত কয়েকমাস ধরে টিকরি সীমান্তে কৃষকদের সঙ্গে আন্দোলন করছিলেন বছর পঁচিশের এক যুবতি। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। 
  • গতকাল দেশে নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। 
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪ লাখ ১২ হাজারেরও বেশি। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ কোটিরও বেশি। 
  • গত সপ্তাহে গোটা বিশ্বে যে সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার প্রায় অর্ধেকই ভারত থেকে। এই তথ্য জানাল বিশ্বস্বাস্থ্য সংস্থা। 
  • করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং। রাষ্ট্রীয় লোকদলের প্রধান এই নেতার বয়স হয়েছিল ৮২ বছর। গত মাসের ২০ তারিখ অজিত সিংয়ের ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তাঁর করোনা রিপোর্টও পজিটিভ আসে। এরপর আজ মারা যান তিনি।  

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement