দেশে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে যাচ্ছিল। যা নিয়ে চিন্তা বাড়ছিল। তবে আজ কিছুটা হলেও মিলল স্বস্তি। কারণ, সংক্রমিতের সংখ্যা কমেছে। কমেছে মৃতের সংখ্যাও। প্রসঙ্গত, দেশের একাধিক রাজ্য ইতিমধ্যেই লকডাজকউন ঘোষণা করেছে। দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ১৭ই মে পর্যন্ত করা হয়েছে। একনজরে দেখে নেব আজ দেশের করোনা পরিস্থিতি -
- 'করোনা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকুন' রাষ্ট্রপতিকে আর্জি অধীরের
- কাতার ও কুয়েত থেকে অক্সিজেন এসে পৌঁছল ম্যাঙ্গালোরে।
- অক্সিজেনের চাহিদা বাড়ছে কেরলে। আর কয়েকদিন পর থেকে অন্য রাজ্যে অক্সিজেন পাঠাতে পারবে না তাঁদের রাজ্য, মোদীকে জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ন।
- শ্মশানে কর্মরতরা করোনার টিকা পাওয়ার দাবি তুললেন। তাঁদের বক্তব্য, তাঁরা সারাদিন করোনার মৃতদেহ পোড়াচ্ছেন। এতে তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সবথেকে বেশি। তাই তাঁদের আগে টিকা দেওয়া দরকার।
- চলতি মাসের ১৭ তারিখে বেঙ্গালুরুতে আরও বাড়তে পারে করোনা, মনে করছেন বিশেষজ্ঞরা
- করোনার টিকার প্রয়োজন রাজ্যের। কেন্দ্র ঠিক করুক তারা কীভাবে টিকার ব্যবস্থা করবে। জানালেন মমতা।
- সবাইকে বিনা পয়সার করোনার টিকা দেওয়া হবে., ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- করোনা রোগীদের চিকিৎসায় উত্তরাখণ্ডের হালদোয়ানি ও ঋষিকেশে কোভিড হাসপাতাল চালু করল ডিআরডিও
- দিল্লির সরোজ হাসপাতালে আক্রান্ত ৮০ জন চিকিৎসক।
- টিকানীতি নিয়ে আদালতের হস্তক্ষেপ মানব না, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
- যদিও দৈনিক সংক্রমণ এবং ম়ত্যু কমলেও সংক্রমণের হার বেড়েছে দেশে।
- আক্রান্তের সঙ্গে কিছুটা কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন।
- ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের।
- গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন।
- দেশে মোট সংক্রমিত ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫।