'দিদি এত রাগ করো না, স্বাস্থ্যের জন্য ভাল নয়, শান্তির সঙ্গে চিন্তা করো, সংবিধান মেনে কাজ করো', নদিয়ার সভা থেকে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পরামর্শই দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন দুর্নীতি নিয়ে তৃণমূল তথা রাজ্য সরকারকে একহাত নেন তিনি। একইসঙ্গে পরবর্তী ভোটে কৃষ্ণনগরের মানুষকে বিজেপিকে জেতানোর আবেদনও জানান নাড্ডা।
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে তীব্র আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভপতি জে পি নাড্ডা। তিনি বলেন, 'খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আবাস যোজনার টাকা খাওয়া হয়েছে, শোচালয়ের টাকা খাওয়া হয়েছে, বাংলার কী হাল করে রেখেছেন দিদি আপনি? টাকা পাঠাচ্ছেন মোদীদি, এখানে টাকা তোমরা খাচ্ছ, আর তদন্ত হলে বলছ ভারত সরকার আমাদের শত্রু। মোদী সরকার সৎ সরকার, আপনার সরকার বেইমান সরকার'। এরপরেই উপস্থিত জনতার উদ্দেশে নাড্ডা বলেন, 'পদ্মে ভোট দিন, এদের ধরবো, জেলেও ভরবো'।
এদিন রীতিমতো পরিষ্কার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নাড্ডা বলেন, 'দিদি এত রাগ করো না, স্বাস্থ্যের জন্য ভাল নয়, শান্তির সঙ্গে চিন্তা করো, সংবিধান মেনে কাজ করো'। তিনি আরও বলেন, 'এখানে জঙ্গলরাজ চলছে। ভগবান দিদিকে সদবুদ্ধি দিন, তাঁর কাছে সুযোগ আছে, তিনি ঠিক করুন। নয়তো জনগণ শিক্ষা দেবে এবং বিজেপিকে এগিয়ে নিয়ে যাবে'।
এখানেই শেষ নয়, এদিন কেন্দ্রীয় সররকারের উন্নয়নমূলের কাজের দীর্ঘ ক্ষতিয়ান তুলে ধরেন জে পি নাড্ডা। তিনি বলেন, 'এখানে মানুষ মুখে মাস্ক ছাড়া বসে রয়েছেন, পাশাপাশি বসে রয়েছেন। এই ছবি বিশ্বের আর কোনও দেশে দেখা যাবে না। আমেরিকা ও চিন এখনও করোনার সঙ্গে লড়ছে। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ স্বাস্থ্যকবচ পরে বসে রয়েছে। মাত্র ৯ মাসের মধ্যে করোনার ২টি ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ভারত ১০০টি দেশকে ভ্যাকসিন দিয়েছে। তারমধ্যে ৫০টি দেশকে বিনামূল্যে দিয়েছে। ভারত আগে লেনেওয়ালা ভারত ছিল, এখন ভারত দেনেওয়ালা ভারত'।
আরও পড়ুন - ২০১৬-র পর স্কুলে সমস্ত নিয়োগ খতিয়ে দেখবেন DI-রা, নির্দেশ হাইকোর্টের