বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন। যা নিয়ে হাইকোর্টের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দেন। কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী শুক্রবারের মধ্যে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ওই দিনই বিষয়টিতে পরবর্তী শুনানি হবে।
বিচারপতির দেওয়া সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের (Supreme Court) দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে বাংলা যখন সরগরম তখন একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় এমন কিছু কথা বলেছিলেন যা নিয়ে রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছিল। এমনকি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও মন্তব্য করেছিলেন।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি নিয়ে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামায় বলা হয়েছিল, কুন্তল ঘোষের চিঠির বিষয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই নির্দেশেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।