Advertisement

Justice Abhijit Ganguly: কুণাল ঘোষের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব মতো হয়ে গিয়েছে। এজলাসে বসেই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তৃণমূল মুখপাত্রের প্রশংসা করে তিনি বলেন, 'মানুষটা খারাপ না।'

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jan 2024,
  • अपडेटेड 7:13 PM IST
  • কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব মতো হয়ে গিয়েছে। এজলাসে বসেই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
  • এদিন তৃণমূল মুখপাত্রের প্রশংসা করে তিনি বলেন, 'মানুষটা খারাপ না।'
  • প্রসঙ্গত, গত রবিবারই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে 'আদ্যান্ত সিপিএম' বলে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ।

Justice Abhijit Ganguly praises Kunal Ghosh: কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব মতো হয়ে গিয়েছে। এজলাসে বসেই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তৃণমূল মুখপাত্রের প্রশংসা করে তিনি বলেন, 'মানুষটা খারাপ না।' প্রসঙ্গত, গত রবিবারই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে 'আদ্যান্ত সিপিএম' বলে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসার কথা শুনে কুণাল জানালেন, 'আমার আড্ডা মারতে ভালই লেগেছিল।'

গত শুক্রবার সন্দেশখালিতে ইডি-র উপর আক্রমণের ঘটনা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে?'

এর প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ বলেছিলেন, 'ওনার বিচারপতি হওয়ার যোগ্যতা নেই, কোর্টের বাইরে টুল নিয়ে বসুন।'

সোমবার এজলাসে বসেই সেই প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'উনি আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলছেন ঠিকই, তবে কুণাল ঘোষের সঙ্গে আমার বেশ বন্ধুত্ব মতো হয়ে গিয়েছে। একদিন আমার চেম্বারে এসেছিলেন, আমি তো বেশ অবাক হয়ে গিয়েছিলাম।' অর্থাৎ কুণাল ঘোষকে 

কুণালের সঙ্গে আলাপচারিতার পর কী উপলব্ধি, সেটাও জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'মানুষটা খারাপ না। আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলেন। ভদ্র মানুষ, ভাল ব্যবহার করেন। আমিই বা কেন খারাপ ব্যবহার করব!' 

কুণাল ঘোষের সাহিত্যচর্চারও প্রশংসা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'ওঁর একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন। বেশ ভাল লিখেছেন। লেখার হাত খুব ভাল।'

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'উনি খুব ভুল বলেননি।' তৃণমূল মুখপাত্র আরও জানান, এক অনুষ্ঠানে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল।'  তিনি জানান, একবার হাইকোর্টে গিয়ে বিচারপতির ঘরে বসে আড্ডা দিয়েছিলেন তিনি। কুণাল বলেন, 'আমার আড্ডা মারতে ভালই লেগেছিল। তবে উনি যদি আমার দল ও নেত্রীকে আক্রমণ করেন, তাহলে পাল্টা সমালোচনা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement