Advertisement

অধীরকে কোলে নিয়ে ঘুরব না, ওর জন্য পশ্চিমবঙ্গ কংগ্রেস শেষ : কল্যাণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'কংগ্রেস মানুষের সমর্থন হারিয়ে ফেলেছে, এতে তো কিছু করার নেই। সারা ভারতেই কংগ্রেস মানুষের সমর্থন হারচ্ছে। আমরা তো আর অধীরকে কোলে করে নিয়ে ঘুরবো না। অধীর তো এতদিন মোদীর কোলে ঘুরে বেড়াচ্ছিলেন।' 

অধীর রঞ্জন চৌধুরী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (বামদিক থেকে)
ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 09 Oct 2021,
  • अपडेटेड 12:52 PM IST
  • অধীরের তীব্র সমালোচনায় কল্যাণ
  • বিঁধলেন মোদী-যোগীকেও
  • পুজোয় মানুষকে ভিড় এড়ানোর বার্তা

'অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) সত্যি সত্যিই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ধুয়ে দিয়েছেন। অধীর চৌধুরী যবে থেকে প্রদেশ সভাপতি হয়েছেন, তবে থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেস শেষ।' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে এই ভাষাতেই আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

এখানেই শেষ হয়, অধীর চৌধুরীকে আরও নিশানা করেন কল্যাণ (Kalyan Banerjee)। তিনি বলেন, 'কংগ্রেস মানুষের সমর্থন হারিয়ে ফেলেছে, এতে তো কিছু করার নেই। সারা ভারতেই কংগ্রেস মানুষের সমর্থন হারচ্ছে। আমরা তো আর অধীরকে কোলে করে নিয়ে ঘুরবো না। অধীর তো এতদিন মোদীর কোলে ঘুরে বেড়াচ্ছিলেন।' 

অধীর চৌধুরীর পাশাপাশি লখিমপুর কাণ্ড নিয়ে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ। তিনি বলেন, 'মোদী-যোগীর লজ্জা নেই। যে প্রতিবাদ করছে তাঁরই কণ্ঠরোধ করা হচ্ছে।' একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে তীব্র ভাষায় আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী 'ভদ্রভাবে কথা বলতে জানেন না' বলেও মন্তব্য করেন তিনি। 

অন্যদিকে আসন্ন দুর্গাপুজোয় (Durga Puja 2021) রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে করোনা থেকে সাবধানে থাকার পরামর্শও দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'অক্টোবর ও নভেম্বরের প্রথম সপ্তাহটা খুবই বিপজ্জনক সময়। মানুষ অনেক ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন। আর এক-দেড় মাস করতে হবে। তাই যতটা সম্ভব ভিড় এড়িয়ে থাকুন।'


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement