Advertisement

ফের সাংবাদিকদের উদ্দেশ্যে কটুক্তি, কী বললেন TMC বিধায়ক?

একটি খাদ্য় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাম না করে বিজেপিকে (BJP) আক্রমণ করতে গিয়ে খোকন দাস বলেন, "একটা রাজনৈতিক দল ভেবেছিল সাংবাদিকদের মাধ্যমে টাকা ছড়িয়ে, পয়সা ছড়িয়ে, মদের বোতল দিয়ে বাংলার ক্ষমতা দখল করা যায়। কিন্তু সেটা করা যায় না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।"  

খোকন দাস
সুজাতা মেহরা
  • পূর্ব বর্ধমান,
  • 27 Jun 2021,
  • अपडेटेड 10:53 PM IST
  • ফের নিশানায় সাংবাদিকরা
  • সাংবাদিকদের বিঁধলেন খোকন দাস
  • তৃণমূল বিধায়কের সমালোচনায় বিজেপি

মহুয়া মৈত্র, জিতেন্দ্র তিওয়ারির পর এবার সাংবাদিকদের নিশানা বর্ধমান দক্ষিণের তৃণমূল (TMC) বিধায়ক খোকন দাসের। একটি খাদ্য় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাম না করে বিজেপিকে (BJP) আক্রমণ করতে গিয়ে খোকন দাস বলেন, "একটা রাজনৈতিক দল ভেবেছিল সাংবাদিকদের মাধ্যমে টাকা ছড়িয়ে, পয়সা ছড়িয়ে, মদের বোতল দিয়ে বাংলার ক্ষমতা দখল করা যায়। কিন্তু সেটা করা যায় না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।"  

সাংবাদিকদের প্রসঙ্গে টেনে খোকন দাস (Khokan Das) এই মন্তব্য করার পরেই চাঞ্চল্য ছড়ায় বিভিন্নমহলে। তৃণমূল বিধায়কের কড়া সমালোচনায় নামে বিজেপিও। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানের বিজেপি নেতা প্রবাল রায় বলেন, "বর্ধমান দক্ষিণের বিধায়ক যে কথা বলেছেন তার তীব্র বিরোধিতা করছি। সাংবাদিক বন্ধুরা সংবিধানের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি জানেন না কীভাবে কথা বলতে হয়। তাঁর বাক সংযম প্রয়োজন।" 

প্রসঙ্গত রাজনৈতিক নেতানেত্রীদের সাংদিকদের উদ্দেশ্যে কটুক্তি এই প্রথম নয়। কয়েক মাস আগে তৃণমূল সাংসদের মহুয়া মৈত্রের "দু'পয়সার সাংবাদিক" মন্তব্য রীতিমতো দেশগুড়ে শোরগোল ফেলে দেয়। বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে সাংসদের মন্তব্যের কড়া সমালোচনা করা হয়। এমনকী তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করে কলকাতা প্রেস ক্লাবও। তার কয়েকমাস পরে একই ধরনের মন্তব্য শোনা যায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মুখেও। তিনি বলেন "দু'পয়সার সাংবাদিকদের সংসার চলে কয়লা মাফিয়ার পয়সায়।" জিতেন্দ্রর সেই মন্তব্য ঘিরেও রীতিমতো শোরগোল পড়ে যায়। আর এবার সেই তালিকায় নাম লেখালেন বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement